আমাদের কথা খুঁজে নিন

   

এক অভূতপূর্ব কষ্টের অসহায় ট্রিলজি

জীবনের কাছ থেকে ছুটি নিয়ে ... দূরে বহুদূরে একাকী নির্জনে আত্মশুদ্ধি

একটা জিনিস বুঝলাম, একটা সুন্দর জিনিসকে অসুন্দর করে তুলতে কমবেশি আমরা সবাই পটু কিন্তু অসুন্দর জিনিসকে সুন্দর করতে আমরা ঠিক ততটাই অপটু ... হা হা হা । আন্দোলন কিংবা ভিন্নমত উপস্থাপনের সবকিছুর জন্যই একটা সুন্দর, অহিংস, সুষ্ঠ পথ আছে । কিন্তু প্রিয় সেন্সিবল ব্লগারগণও যে মাঝে মাঝে এমন অসুন্দর কাজ করেন তা দেখে শুধু অন্তরে কষ্টটাই বেশী বড় করে বাজে । এই ব্লগ ভালোবাসি, ব্লগারদের লেখাও ভালোবাসি, তাদের সেন্সিবল বলেই জানি... কিন্তু প্রতিবাদের এমন কর্কশ ভাষা কেনো ভাই আপনাদের ? জানেন না মানুষ সুন্দরের পূজারী ? প্রতিবাদী কণ্ঠস্বরেরও ত সুন্দর হওয়া প্রয়োজন । না সত্যি সত্যিই খুব দুঃখ পেলাম আপনাদের হিংস আর অসত্যাগ্রহ এই আচরণে ।

পিড়ীত রাজনীতির এক অসুস্থ ধারায় আমরা আসলেই সকলে বন্দী । এই বন্দীদশা থেকে মুক্তির বাণী যেসব ব্লগারদের লেখায় পেতাম, তাদের হাতেই আজ অসুন্দরের অসুর দেখলাম । সত্যিই সেলুকাস কি বিচিত্র আমাদের আচরণ । হা হা হা, আসলে কাউকে ভালোবাসতে নেই, ভালোবাসা তোমাকে কাঁদাবেই । কাজের ফাঁকে ফাঁকে এই বাংলা ব্লগের প্রথম পাতায় নিরবে চোখ বুলাতে বুলাতে কখন যে এর সেন্সিবল ব্লগার আর প্রথম পাতাকে এত ভালোবেসে ফেলেছি তা এর আগে বুঝিনি ।

প্রতিবাদের নামে প্রথম পাতার এই সৌন্দর্যহানি প্রিয় সেন্সিবল ব্লগারদের দ্বারাই বা কেন হবে ? আমি এক নিরব, নিঃশব্দ পাঠক আজ সত্যি সত্যিই মর্মাহত হয়ে লিখে ফেললাম এক অভূতপূর্ব কষ্টের অসহায় ট্রিলজি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।