আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকার চিনে নে

অবশেষে সকল অপূর্ণতায় পূর্ণ আমি . . . বাবার সাথে রিকসায় করে নতুন নতুন স্কুল এ যাচ্ছি তখন ... এক রাস্তার ছোট্ট মফস্বল টাতে কখনই জ্যাম দেখিনি। সেদিন হঠাৎ সব গাড়িঘোড়া থামিয়ে রাস্তার একটি পাশ খালি করে দেয়া হল। ভিআইপি যাবে। গাড়িটা পাশ দিয়ে যাবার সময় আব্বু ভীষণ একটা গালি দিয়ে থুথু ফেলল গাড়িটাকে লক্ষ্য করে ! আশেপাশের রিকসা থেকেও কিছু জুতা চপ্পল ছুটে এলো গাড়িটার দিকে । আমি অনেক ভয় পেয়ে আর অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে বললাম 'আব্বু কি?!' আব্বু : চিনে নে মা এরা রাজাকার আমি : রাজাকার কি ? আব্বু : আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ হয় এরা বেঈমানি করেছে দেশের সাথে ।

পাকিস্তানীদের সাথে একজোট হয়ে খুন করেছে আমাদের দেশের মানুষকে । আফসোস আজো এদের বিচার তো হলোই না বরং এরা ক্ষমতা দেখিয়ে বীরদর্পে ঘুরে বেরায় । এদের সবসময় ঘৃণা করবি । সেদিন আব্বুর অনেক কথাই বুঝতে পারিনি । আস্তে আস্তে আব্বুর বুক শেলফ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস এর বই গুলা পড়তে লাগলাম।

পড়ে ফেললাম জাহানারা ইমাম এর একাত্তরের দিনগুলো। সেই থেকে ঘৃণার দাবানল বুকে নিয়ে অপেক্ষায় আছি এদের শাস্তি দেখব বলে । সেই থেকে অপেক্ষায় আছি কবে ইতিহাস এর দায় মেটাবে আমার দেশ । শুধু একটাকে শাস্তি দিয়ে থেমে গেলে চলবে না। বাকিগুলাকেও শাস্তি পেতে হবে ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.