আমাদের কথা খুঁজে নিন

   

লাবড়াডাগাবড়া ৩: আপনি কাকে গাড়ীতে নেবেন (ইন্সপায়ারড বাই কৌশিক)

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

ঝুমঝুম বৃষ্টির রাতে গাড়ী নিয়ে বাড়ী ফিরছেন। পথে দেখলেন এক দোকানের ছাউনির নীচে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে ... কারও ছাতা নেই ...এত বৃষ্টি যে তারা হেঁটে যেতে সাহসও পাচ্ছেনা। কাছে গিয়ে দেখলেন, তিনজনের একজন এক বৃদ্ধ (যে কিনা এই বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েছে, তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নেয়া উচিত, মানবতার খাতিরে একে সাহায্য করা উচিত), একজন এক ব্যবসায়ী (খুব ধনী যার গাড়ীটি পথে বিকল হয়েছে, এই লোকের সাথে সবাই ভাল খাতির রাখতে চায়, কারণ সে অনেক ধনী... তাই ভবিষ্যতের কথা ভেবে একে সাহায্য করা উচিত) আর একজন এক সুন্দরী রমনী (প্রচন্ড সুন্দর আর আকর্ষণীয়া, এই মেয়েটিকে আজ সাহায্য করলে হয়ত প্রেমই হয়ে যাবে) আপনি চাইবেন তিনজনকেই সাহায্য করতে, মানে লিফট দিতে। কিন্তু ঝামেলা বাঁধালো আপনার গাড়ী। ওটায় দুজনের বেশী বসা যায়ইনা। কাকে নেবেন গাড়ীতে? কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।