আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লায় ৫০ কোটি টাকা নিয়ে উধাও পদ্মা মাল

কুমিল্লার মনোহরগঞ্জ-লাকসামসহ বিভিন্ন শাখার প্রায় ৫০ কোটি টাকা নিয়ে পালিয়েছে পদ্মা মাল্টিপারপাস কো-অপারেটিভ কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। প্রতারিত গ্রাহকরা জানায়, কিছুদিন আগে পদ্মা মাল্টিপারপাস গ্রাহকদের প্রায় ৫০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। টাকা ফেরত পাওয়ার জন্য গ্রাহকরা বিভিন্ন সময়ে মানববন্ধন, স্থানীয় এমপি ও প্রশাসনের ঊধর্্বতন কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেন। জানা গেছে, ২০০৪ সালে সমবায় অধিদফতর থেকে নিবন্ধন নিয়ে সংস্থাটির এমডি তাওহিদুল হক রিয়াদ তার আত্মীয়স্বজন নিয়ে পদ্মা মাল্টিপারপাস কোম্পানির কার্যক্রম শুরু করে। খুব অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি লাকসাম-মনোহরগঞ্জসহ বিভিন্ন স্থানে ১২টি শাখা গমড় তোলে। গত ৬ মাস থেকে ওই শাখাগুলোতে রাখা গ্রাহকদের আমানতের প্রায় ৫০ কোটি টাকা নিয়ে একের পর এক পালাতে থাকে প্রতিষ্ঠানটি। লাকসাম পৌর এলাকায় অবস্থিত পদ্মা মাল্টিপারপাস শাখার গ্রাহক নাছরিন আক্তার কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংস্থাটির এমডি তাওহিদুল হক রিয়াদ, ডিএমডি নজরুল ইসলাম, পরিচালক আহমদ নিয়াজ বিল্লাল মাসুমের বিরুদ্ধে একটি চেক প্রতারণার মামলা করেন। ওই মামলায় হাজির না হওয়ায় কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাদী নাছরিন আক্তার ওই কোম্পানিতে ৯ লাখ টাকা জমা রেখেছেন। এ বিষয়ে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বর্তমানে এলাকায় না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.