আমাদের কথা খুঁজে নিন

   

মনোনয়নপত্র তুলেছেন স্পিকার ৫০০ জনের ফরম স

দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনেও উৎসব মুখর পরিবেশ ছিল আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়। আজ শেষ হচ্ছে দলীয় ফরম বিক্রি ও জমা নেওয়ার কাজ। আগামী বরিবার বিকাল ৩টায় গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। নবম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম তুলেছেন। তার পক্ষে ব্যক্তিগত সহকারী কামাল বিল্লাহ এ ফরম সংগ্রহ করেন। আজ সেটি পূরণ করে জমা দেওয়া হবে বলে জানা গেছে। ৫ জানুয়ারির নির্বাচনে কোনো সংসদীয় আসন থেকে নির্বাচন না করায় দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচন করবেন তিনি। ড. শিরীন শারমিন চৌধুরী ৯ম সংসদে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে স্পিকার নির্বাচিত হয়েছিলেন। গতকাল বেলা ১১টা থেকে ফরম বিক্রির কার্যক্রম শুরু হলেও সকাল সাড়ে ৯টা থেকেই সরব হয়ে ওঠে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়। মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নারী নেত্রীদের স্লোগানে মুখরিত ছিল ধানমন্ডির ৩/এ এলাকা। নারী নেত্রীদের পাশাপাশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেলিব্রেটি, আইনজীবীরাও। গতকাল দ্বিতীয় দিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩০০ জন মনোনয়নপত্র তুলেছেন। জমা দিয়েছেন প্রায় ১৫০ জন। একটি ফরম বিক্রি হচ্ছে ২৫ হাজার টাকায়। দলের মনোনয়ন ফরম বিক্রির কাজে নিয়োজিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, যারা রাজনীতির মাঠে সক্রিয় ছিল, পরিচ্ছন্ন ইমেজের ও ২০৪১ রূপকল্প অনুযায়ী কাজ করে যাচ্ছে, আমরা তাদেরই মনোনয়ন দেব। ফরম বিক্রি এবং জমাদান প্রক্রিয়ার দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আবদুল মান্নান খান, ড. আবদুস সোবহান গোলাপ ও মৃণাল কান্তি দাস প্রমুখ। সাংস্কৃতিক কর্মী অ্যাডভোকেট তারানা হালিম, ফাল্গুনি হামিদ, চিত্র নায়িকা রত্না আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। এ ছাড়াও যারা গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন তারা হলেন_ ফরিদুন্নাহার লাইলী, ফজিলাতুন্নেছা ইন্দিরা, অধ্যক্ষা খাদিজা খাতুন শেফালী, আসমা জেরীন ঝুমু, এখিনব রাখাইন, চেমন আরা তৈয়ব, নাজমা আক্তার, অধ্যাপিকা অপু উকিল, কেহেলী কুদ্দুস মুক্তি, জাহানারা বেগম, অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, তহুরা আলী, অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা, নাজনীন হোসেন, শেফালী মমতাজ, ফরিদা আখতার হীরা, রওশন জাহান সাথী, শওকত আরা বেগম, শাহিদা তারেক দীপ্তি, শাহিন মনোয়ারা হক, শেফালী আক্তার, সাধনা হালদার, শাফিয়া খাতুন, সুলতানা বুলবুল, ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাহমিনা খাতুন শিলু, সৈয়দা জেবুন্নেছা হক, ড. হামিদা বানু শোভা, হাসিনা মান্নান, এন মাহফুজা খাতুন মতি শিউলী, উম্মে কুলসুম স্মৃতি, সাধনা দাশগুপ্তা, রিটা কে আফজাল, বাণী ইয়াসমিন হাসি, শিরিন রুখসানা, বিথি আক্তার, নিপা আক্তার, শামীমা রহমান, সাথী আক্তার, সাবিনা আক্তার তুহিন, ফাউজিয়া আক্তার, কেশেরা সুলতানা, চায়না খাতুন, রতনা রহমান, নিলুফার রহমান, ফরিদা ইয়াসমিন ঝুমা, পারভীন খায়ের, ছবি সিনহা, রুমা আকতার, ইসমত আরা, লাভলী আক্তার, ববি আক্তার, ফেরদৌসি রহমান, কেকা আকতার, কনা ইয়াসমিন, আয়শা আক্তার, তাহমিনা সুলতানা, রিনা আক্তার, শিমু আক্তার, লাভলী রহমান, মায়া চৌধুরী, ফেন্সী আক্তার, নিলা আক্তার, রিক্তা আক্তার, মালা আক্তার, অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা, অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, আশরাফুন্নেছা পারুল, নীলিমা চৌধুরী, আদিবা আক্তার আঞ্জু মিতা, ইসরাত জাহান, নাসরীন, জেসমিন আক্তার, ফরিদা খাতুন, নারগিস আক্তার, তাহমিনা বদর প্রমুখ।

জাপার মনোনয়নপত্র বিক্রি আজ থেকে : দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের জন্য জাতীয় পার্টির মনোনয়নপত্র বিক্রি শুরু হবে আজ সকাল ১০টা থেকে ১৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। ১৯ জানুয়ারির মধ্যেই আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের দলের বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয় থেকে কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ আক্তারের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। প্রতিটি আবেদন পত্রের জন্য ৫ হাজার টাকা পার্টি তহবিলে জমা দিতে হবে। গতকাল দেওয়া পার্টির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ জানুয়ারি সকাল ১১ টায় আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে তার বনানীস্থ কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত জাতীয় পার্টির মহিলা আসনের প্রার্থীদের কোনো তালিকা করা হয়নি। কয়েকটি পত্রিকায় সংরক্ষিত মহিলা আসনের জাপার প্রার্থীদের মনগড়া নাম প্রকাশ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.