আমাদের কথা খুঁজে নিন

   

কাব্য : আমার সারাটা দিন।

Its... my faith, my voic.........। যখন দিগন্তে দেখা দেয় কীরনমালা তখন তার ঘুম ভাঙে আড়মোড়া ভেঙে সে চোখ মেলে এবার যে তার চলার পালা। সে পা রাখে বিস্তৃত পথে পিছুটান পা জড়িয়ে তবু তার গতি কমে না এবার যে তার যাবার পালা। দুপুরের রোদ ছুয়ে যায় সে অনুভব করে না হারানোর ব্যথা তাকে রিক্ত করেছে এবার যে তার ফেরার পালা। শূণ্যতা রাতের আভাষ দেয় সে ভ্রুক্ষেপ করে না রাত তাকে আপন করেছে এবার যে তার কাঁদার পালা। মনে ভাসে এ কার ছবি? সে ভুলতে পারে না ভালবাসা তাকে শূন্য করেছে আবার যে তার চলার পালা.....................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।