আমাদের কথা খুঁজে নিন

   

তাসনিম খলিলের গ্রেফতার কি ব্লগারদের জন্য সতর্কবানী!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

এটা এখন স্পষ্ট যে সামহোয়ারইনব্লগের বাংলা ব্লগের বিষয়বস্তু, লেখক আর নিরাপদ নয়। তাসনিম খলিলের ইংরেজী ব্লগ যদি যৌথবাহিনীর দৃষ্টি এড়িয়ে যেতে না পারে তবে ঝরঝরে বাংলায় জরুরী আইন ও তত্বাবধায়ক সরকারকে কঠোর সমালোচনা করে লেখা সামহোয়ারইনব্লগে প্রকাশিত বাংলা ব্লগগুলি নিঃসন্দেহে অনেক আগেই যৌথবাহিনীর গোচরীভূত হয়েছে। আমি আতংকিত কিছু ব্লগারদের লেখা নিয়ে। যদিও সেসমস্ত ব্লগারগণ ছ্দ্মনামে লিখে থাকেন এবং তাদেরকে আমরা না জানলেও লেখাসূত্রে আমাদের সাথে একটা সন্বন্ধ তৈরী হয়েছে। সেক্ষেত্রে তাদের বিষয়ে জানার জন্য পরিচিত কাউকে ধরে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

তবে সরকারের কর্মকান্ডকে সমালোচনা করে লেখাগুলো ভাল একটা শাষনব্যবস্থা নিশ্চিত করার জন্যই বেশী দরকারী মনে করি। একটা উন্নয়নকামী সরকার এ সমালোচনামুখর লেখাগুলোকে বিপদজ্জনক মনে করবে এটা মানতে কষ্ট হচ্ছে। লেখাগুলো রাস্তাঘাট অচল করে দিচ্ছে না, ধর্মঘট করছে না, ভাংচুর করছে না বা জনগনের মধ্যে ভয়ভীতিও তৈরী করছে না। এটা কেবল আইডিয়া ফর্মুলেশনের একটা জায়গা - যেখানে অসংখ্য বিভিন্নমূখী আইডিয়া সন্নিবেশিত হচ্ছে। তাছাড়া লেখকরা কেবল তাদের তত্ব ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ করে থাকেন তাদের ভাষা ও চিন্তার শৈলী দিয়ে।

ব্লগের লেখাগুলোকে হুমকী না মনে করে বর্তমান সরকার এগুলোকে তাদের জন্য অবশ্যপাঠ্য ও প্রয়োজনীয় মনে করবেন সে কামনা থাকলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.