আমাদের কথা খুঁজে নিন

   

হাতিশালে হাতি

ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...

নিয়মটি পাতি, কবিতা বানালে। কচুবনে পরাক্রম জল, সারেঙ্গির মত ঝরে পড়ে। ও দিকে আরেকটা ট্রাম, কুকুরের পাঁজরের মত চলে যায়। আকাশে মেঘেরা কুমির তোমার, বলে জলকে নেমে পড়ে।

ছোটবেলা জুড়ে রাধাচুড়া ফুল এক সময় সর্ষের ক্ষেত হয়ে পড়ে,যেন পোষ্টকার্ড । ভুলভাল ঠিকানায় চলে যাওয়ার আগে,ঐ যে কুরোসাওয়ার কাকেদের মত তারা উড়ে যায়, আমাদের কাকতাড়ুয়ারা বেগুণক্ষেতে বসে দিনক্ষন হিসাব করে নিয়মিত। সুন্দর কাঠের বাক্সে সাজিয়ে রাখো হাড়। হাতির দাঁতগুলি এই ভাবে একদিন গাছ হবে, কিম্বা তার দাড়ি। বাক্সের জানালা -দরজা হলে তাকে মিউজিয়াম বানিয়ে দেব, সমস্ত বাসের টিকিটগুলি তুলে রাখি, কেবল রুমাল ফেলে আসি সিনেমা হলে।

একদা সেই মিউজিয়ামে আমার বসবাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.