আমাদের কথা খুঁজে নিন

   

চামেলী হাতে মানুষটা- শুভ জন্মদিন

আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে, আমার স্বপনলোকে দিশাহারা

সহজ সাধারণ জীবনযাত্রার কিছু সাধারণ মানুষ। আত্মকেন্দ্রিক সীমাবদ্ধতায় চারপাশটার দিকে ভালো করে তাকানোরও হয়ত সময় মেলে না। কিন্তু সেই ভীষণ সাধারণের মাঝে কেউ কেউ থাকে যারা নিরবে দহনজ্বালায় পোড়ে, নিজের মাঝে, অবিরত। বোধের জগতে আলোরণ ওঠে নিয়ম করে... ব্যক্তিগত জীবনযাত্রার বাইরে কিছু না করতে পারার আকুতি প্রতিনিয়ত ধাক্কা দেয় নিজের মানসসত্তাকে। ব্যস্ততার অবসরে এই সময়ের দুর্লভ সেই ভাবনায় নিজেকে খুব ক্ষুদ্র, তুচ্ছ মনে হয়, মনে হয় নিম্নমানের মানুষ! না, এই বোধ আমাদের সবার নয়।

সবাই আমরা নিজেকে নিম্নমানের মানুষ বলে আখ্যা দিয়ে নিজের মুখোমুখি দাঁড়াবার সাহস রাখি না। চামেলী হাতের নিম্নমানের মানুষ -- সামহোয়ারইনের একজন ভীষন অনিয়মিত এবং ভীষন মূল্যবান ব্লগার। সংখ্যার বিচারে খুবই অল্প কিন্তু ভীষণ দামী পোস্টগুলো দিয়ে নিজের বোধের গভীরতার জগতে টেনে নিয়ে গিয়েছেন যিনি আমাদের অনেককেই। আজ ৯ মে। চামেলী ফুল হাতের লাজুক মানুষটির জন্মদিন।

শুভেচ্ছার সাথে একটা ছোট্ট অনুরোধ, অনেক ব্যস্ততার মাঝেও, ছোট্ট ধাক্কাগুলো দিয়ে আমাদের আবার একটু সময় দেয়া যায় না?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।