আমাদের কথা খুঁজে নিন

   

ধাঁধা ৬ : বাংলাদেশের ইজ্জত

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

[এটা বেশ কঠিন ধাঁধা] যেকোন দেশের উন্নত হওয়ার চারটা না থাকলেই নয় এমন শর্ত, ১. ইস্পাত শিল্প, ২. পর্যটন শিল্প, ৩. উন্নত সমুদ্র বন্দর এবং ৪. গবেষণার সুযোগ সুবিধা ধরুন বিশ্বের অনেক দেশ এরকম একটা প্রজেক্ট নিল যে প্রত্যেক দেশে চারটা করে এক্সক্লুসিভ শহর তৈরী করবে যেগুলোর একেকটি উপরের একেকটি বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠবে। শহরগুলো উপরের ছবিতে দেয়া প্ল্যান অনুযায়ী A, B, C, D পজিশনে থাকবে। ধরুন, বর্গক্ষেত্র ABCD এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১০ কি.মি। তাহলে AC or BD এর দৈর্ঘ্য হবে ১৪.১ কি.মি। এখন, চারটা শহর A, B, C, Dকে রাস্তা দিয়ে সংযোগ করতে হবে। নরওয়ের প্রচুর টাকা, তারা রাস্তাঘাট তৈরীতে প্রচুর টাকা খরচ করল, মোট ৬৮.২ কি.মি রাস্তা বানাল (ছবিতে উপরের সারির বামের প্ল্যান) আমেরিকা একটু হিসাবী, তারা ভাবল বর্গক্ষেত্র বানালেই তো হয়। বানাল ৪০ কি.মি রাস্তা (উপরের সারি, মধ্য) রাশিয়া আমেরিকার প্ল্যান দেইখা হাসল, বলল কিপ্টামী যদি করবিই তো ভাল মতো কর ... তারা বানাল জেড শেপ এর রুট ... ৩৪.১ কি.মি রাস্তা (উপরের সারি, ডান) জাপানীগো পন্ডিতি বেশী ... রাশিয়ানগোরেই নকল করল ... শুধু শহর B থেকে D তে যাওয়াটা সহজ হলো। এরাও বানাল ৩৪.১ কি.মি রাস্তা (নিচের সারি, বাম) চায়নীজরা সবকিছুতে জাপানীগোরে টেক্কা দিতে চায় ... তারা কয় 'বেকুবের দেখ কেমনে খরচ বাচাই' ... তারা বানাল ৩০ কি.মি রাস্তা ... (নিচের সারি, মধ্য) ভারতীয়দের বুদ্ধি উঁচুমানের ... এতক্ষণ সবজাতির বেকুবগিরি দেইখা হাসল তারা ... কয় কিপ্টামীই যদি করবি তো সবচেয়ে সংক্ষিপ্ত রুট বানা!! ... তারা বানাইল ২৮.২ কি.মি রাস্তা (নিচের সারি, ডান) এখন বাঙালী আপনি ... দেশের ইজ্জত রাখতেই হবে ... ভারতীয়গোরে টেক্কা দেয়া চাইই চাই ... আপনারে কানে কানে বললাম, ভারতীয়রাও বেকুব ... আরও ছোট রুট বানানো যায় যেটা দিয়া চারটা শহররেই যুক্ত করা যাবে। দেখেন তো, দেশের ইজ্জত রাখতে পারেননি!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।