আমাদের কথা খুঁজে নিন

   

রৌমারী সীমান্ত পথে কিশোরী ‘পাচার’

বিজিবি জানায়, সোমবার বিকালে তাকে অপহরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে এ নিয়ে বিজিবি ও বিএসএফ মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠক করেছে। তবে, তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
ষষ্ঠ শ্রেণির ছাত্রী ওই কিশোরীর বাবা বলেন, নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য রৌমারী এলাকার সন্দেশ, রহমত আলী, লাল চাঁদ ও মুহুর আলী তার মেয়েকে ভারতীয় চোরকারবারী ও নারী পাচারকারী চক্রের সদস্য মিনারুল ইসলামের হাতে তুলে দিয়েছে।
মিনারুল ইসলাম ভারতের ধুবরী জেলার মাইনকার চর এলাকার কালুর চর গ্রামের জমশেদ আলীর ছেলে বলেন জানান রৌমারী ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন।
হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণের পর মেয়েটিকে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে মিনারুল।
বিজিবির হিজলামারী ক্যাম্পের কমান্ডার নায়েক রেজাউল আলম বলেন, বিএসএফ প্রতিশ্রæতি দিয়েছে মেয়েটির সন্ধান পাওয়া মাত্র আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।