আমাদের কথা খুঁজে নিন

   

ঠান্ডা রাইস এন্ড চুহা ডাইল

সযতনে খেয়ালী!

অরূপের খাবার সংক্রান্ত পোস্ট পইড়া মনে পড়লো জোকটা। ইশকুল কালের তিন দোস্ত। দুইজনের অবস্থা ব্যবস্থা বেশ ভালোই আছিলো। ইশকুল-কলেজ শ্যাষ কইরা গেলোগা অতলান্তিকের পারে "হায়ার স্টাডিজের" লাইগ্যা। ফিরা আইসা আমেরিকান চিবাইন্যা এক্সেন্টে শেটোং শোটোং কইরা কথা কয়। একদিন বিয়ান বেলা গেরামের মাঠে বইয়া তিন দোস্ত আড্ডা দেয়। এখ দোস্ত কয়, য়্যু ন্যু, এমি মোরগের ঠ্যাঙ ডিয়া বাঠ খাইয়াশি আশকে। এইবার দ্বিতীয় দোস্ত কয়, আড়ে ড়াখ টোর মোরগের ঠ্যাঙ, আমি খেইয়াশি পিৎসা হাটের চিক্‌ন্‌ পিৎসা, উইদ এক্সট্রা চীজ য়্যু ন্যু! এইবার দরিদ্র দোস্তটা পড়লো মহা ফ্যাসাদে। কয় হালারা যেই হারে ঠ্যাঙ ব্যাং শুরু করছে আমি কি কই? অনেক চিন্তা কইরা বাইর করলো দোস্তটা- আমি খাইয়া আইছি ঠান্ডা রাইস এন্ড চুহা ডাইল! কারণ তাঁর ঘরে গতকালের পান্তা ভাত, আর বাসী টক হয়ে যাওয়া ডাল ছাড়া কিছুই ছিলো না। [ ক্ষুধা লাগছে খুব, খাওয়ার পোস্ট দেখলে ক্ষুধা আরও বাড়ে ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.