আমাদের কথা খুঁজে নিন

   

টইটুম্বুরঃ ৭টি রসরচনার রেট্রোসপেক্টিভ

যা বুঝি, যা দেখি, যা শুনি এবং যা বলতে চাই

সাদিক মোহাম্মদ আলম সম্ভবত: তার এক লেখায় পুরনো পোস্ট দিয়ে কার্নিভাল করার আহ্বান জানিয়েছিলেন। তাতে উদাহরণ হিসেবে আমার নাম ছিল, তাকে কৃতজ্ঞতা। তা কার্নিভাল হোক, শো-কেসিং হোক, আর রেট্রোস্পেকটিভ-ই হোক, যখন নতুন কোনো লেখা লিখছি না তখন পুরনো লেখাগুলো নতুন করে বিশেষভাবে নতুন ব্লগারদের সামনে তুলে ধরার সুযোগ হারাই কেন। সাদিক আলম এসব বলার অনেক আগেই একটা ই-বুক করার জন্য বেশ কিছু লেখা বাছাই করে রেখেছিলাম। তার একটা ভাগ টইটুম্বুর নামে পিডিএফ করে এখানে দিতে চাই, অফ লাইনে পড়ার সুবিধার জন্য।

সেখানে মূল লেখাসহ মন্তব্যগুলোও সম্পাদনা করা হয়েছে। তবে যারা পিডিএফ ডাউনলোডের ঝামেলায় যেতে চান না, তারা যাতে অনলাইনে পড়তে চান তাদের জন্য লিংক তুলে দিচ্ছি। কপিরাইটের কথাটা আশা করি সবাই মাথায় রাখবেন। আর যদি কোনো প্রকাশক আগ্রহী হোন, তবে জায়গায় বসে আওয়াজ দেবেন। টইটুম্বুর : (পিডিএফ) [wjsK=]http://www.box.net/shared/4j7dn0bbmz অনলাইনে পড়ার জন্য লিংকঃ ১. গোসলখানা গায়ক বনাম প্রকৃতিবাদ [wjsK=http://www.somewhereinblog.net/blog/durerjanala/12470] ২. সুধা কেনা ও পানি বেচা [wjsK=http://www.somewhereinblog.net/blog/durerjanala/13090] ৩. ভাই-বোনের সম্পর্ক [wjsK=http://www.somewhereinblog.net/blog/durerjanala/17910] ৪. নামা শালাকে টেনে নামা [wjsK= Click This Link ৫. ভালবাসার সুযোগে ব্যবসা [wjsK=http://www.somewhereinblog.net/blog/durerjanala/16908] ৬. একই অঙ্গে দুই জীবন [wjsK=http://www.somewhereinblog.net/blog/durerjanala/15822] ৭.আল্লাহর কসম গেইটলক [wjsK= Click This Link লিংকগুলো ঠিকঠাকমত হলো কিনা কে জানে।

লিংক দিলে পৃষ্ঠার নীচে এসে যুক্ত হয়। পরে কাট-পেস্ট করে দিলাম। লিংক না পিডিএফ কোনটা সুবিধার জানালে খুশি হবো। ব্লগের প্রথম দিককার লেখা ও মন্তব্য সম্পর্কেও আপনাদের মতামত অবশ্যই জানাবেন। [wjsK=http://www.box.net/shared/4j7dn0bbmz]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.