আমাদের কথা খুঁজে নিন

   

অপর বাস্তবঃ বাস্তবতা সম্পুর্ণ



বাড়ির পাশেই ছাপাকল। তাই একবার গিয়ে বাকী বাকী বিল্লাহ ভাইয়ের সাথে সিটিং দিয়ে আসলাম। মনে করেছিলাম আঁতলামির এই বইটা আমার সাইটে রাখবো না। তবে বইটা হাতে নিয়ে মত পাল্টালাম। মনে হয় আরো দেশের বাইরে যারা আছেন তাদের সাথেও শেয়ার করা যায়।

ব্লগে বা অন্যখানে যতবারই দেখেছি বইটা কখনোই প্রচ্ছদটা খুব একটা সুন্দর বা নজরকাড়া মনে হয়নি। কিন্তু হাতে যখন নিলাম, দেখি চমকে ওঠার মত সুন্দর। অসাধারণ একটা কম্বিনেশন আছে যেটা মনে হয় কাগজে আর কালিতেই শুধু ফুটে ওঠে। লেখা আর ছাপা স্ট্যান্ডার্ডের চেয়ে একটু বেশিই ঝকঝকে। তবে সূচীপত্র পড়ে কিছুটা দমে গেলাম।

ব্লগে মোটামুটি যেসব ধরণের লেখা আমি স্কিপ করে চলে যাই, সেগুলোকে দিব্যি এক যায়গায় করে বই বানিয়ে ফেলা হয়েছে যেন বাধ্য হয়ে পড়তে হয়। অনলাইনে বই রাখলে মনে হয় একটা ফাও কপি পাব তখন মনে হয় নাক মুক কুঁচকে পড়ে নেব। তবে দেশের বাইরে যেসব ব্লগাররা আছেন, ঘুমুতে যাবার আগে ঝিমাতে ঝিমাতে পোস্ট করেন, আমার মনে হয় তাদের সবার কাছেই এক কপি পৌঁছানো উচিত। হাঁড়ির খবর হল, খুব সম্ভব বইটার এইটাই ফার্স্ট এন্ড লাস্ট এডিশন, কাটতি তেমন এখনো পায়নি, তবে আরো মিডিয়া কভারেজ পাবার চেষ্টা চলছে। আমি আমার সাইড দেখলাম, আজকে অপর বাস্তব বইটা অনলাইনে তুলে দিলাম।

যার যত কপি দরকার, সিধা অর্ডার দিয়া দেন। টাইম মতন চলে যাবে। এই সপ্তাহেই অর্ডার পড়লে আমি নিজেই পোস্ট করুম। অপর বাস্তবের অনলাইন দোকান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।