আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াত কি ইসলাম অনুসরন করে? ( একটা ছোট্ট উদাহরন)

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

জামাতে ইসলামী নিজেকে ইসলামী আদর্শের দল হিসাবে ইসলামী শাসন কায়েমের আড়ালে রাজাকার - আলবদরদের সংঘঠিত করেছে। জামাত যতই ইসলামের কথা বলুক মূলত এরা ইসলামের মূল গ্রন্থ কোরানের নির্দেশই মানে না। প্রতিনিয়ত এরা লংঘন করছে কোরানের নির্দেশ। সেই রকমই একটা ছোট্ট উদারহন দেখুন গত ১৮ই ডিসেম্বর ২০০৬ এর জামাতের মুখপত্র দৈনিক সংগ্রামের একটা খবরে। খবরটা দেখুন: - “নাটোরে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নজরুল নিহত”।

খবরের ভিতরে গিয়ে দেখা গেল বিগত বছরগুলোতে কয়েক শত মানুষকে বিনা বিচারে নিহত মানুষগুলোর জন্য তৈরী করা গল্পের পুনরাবৃত্তি মাত্র। মজার বিষয় হলো জামাতের মুখপত্র সংগ্রামের শ্লোগান হলো "সত্যের জন্যে সংগ্রাম" - কথাটা ঠিকই - ওরা সত্য প্রকাশে সংগ্রামই করছে। কারন পুরো পত্রিকাটা মিথ্যায় ভরে আছে। সংগ্রাম সহ বাংলাদেশের আবাল-বৃদ্ধ-বণিতা উপরের খবরের পিছনের সত্যটা কি? RAB নামক এক ঘাতক বাহিনী নজরুল নামের চরমপন্থী হিসাবে অভিযুক্ত এক ব্যক্তিকে ঢাকার আমিনবাজার থেকে ধরে নিয়ে নাটোরের সিংড়া নামক স্থানে গুলি করে হত্যা করে। পরে বিষয়টি আইনগত ভাবে সিদ্ধ করার নিমিত্তে সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার ডেথ সার্টফিকেট সংগ্রহ করা হয়।

নারী নির্যাতনের মামলায় সাজাপ্রাপ্ত নজরুলকে বিচারের সংন্মুখিন না করে কেন হত্যা করা হলো - সেই বিষয়ে কোন প্রশ্ন না করে তার হত্যাকান্ডকে একটা চমৎকার হেডলাইনের মাধ্যমে একটা মিথ্যার মধ্যে মুড়িয়ে দিয়ে পাঠকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে সত্যের সংগ্রামকারী এবং আল্লার আইন প্রতিষ্ঠায় সংগ্ররামরত জামাতের মুখপাত্র দৈনিক সংগ্রাম। আসুন দেখি পবিত্র কোরানে এই সম্পর্ক কি নির্দেশ দেওয়া আছে। "তোমরা সত্যের সাথে মিথ্যা মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না"। (২:৪২) এখানে সুষ্পষ্ট যে, জামাত এবং সংগ্রাম ভাল ভাবেই জানে নজরুল কিভাবে মারা গেছে এবং জেনে শুনে সত্য গোপন করছে। অন্যদিকে সত্য ঘটনাকে মিথ্যার সাথে মিশিয়ে প্রচার করেছে।

তারপরও কি আমরা বিশ্বাস করবো জামাত ইসলামের সোল এজেন্ট? জামায়াত মূলত রাজাকারতন্ত্রকে আড়াল করার জন্যেই এরা ইসলামকে ঢাল হিসাবে ব্যবহার করছে। বাংলাদেশে ইসলামের ভাল জন্যে আমাদের দায়িত্ব হলো জামায়অতের মুখোশটা খুলে এদের ঘাতক চেহারাই প্রকাশ করা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.