আমাদের কথা খুঁজে নিন

   

বিভাবরী সুর্যতো উঠবেই...একদিন নাহয় একদিন!!

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

গতকাইল আমি একটা সম্ভাবনা, আশাবাদ আর স্বপ্নের হাতছানি দেওয়া পোস্ট করছিলাম। অনেকেই দেখলাম ঐ পোস্টে মন্তব্য করছেন...আর মন্তব্যের বড় অংশই হতাশার প্রকাশ। কিচ্ছু হইবোনা এই দেশে, যেই লাউ-সেই কদুই থাকবো...এই টাইপ বক্তব্যই আসছে বিভিন্ন এক্সপ্রেশনে। আর সেইখান থেইকাই মনে হইলো আমার, তাইলে কি ভুল ভাবতেছি!? আসলেই কি স্বপ্ন দেখনটা প্রায় অপরাধ? সবচিন্তার শেষে সিদ্ধান্তে উপনীত হইলাম... ফলাফল কি এই চিন্তা মাথায় নিয়া কি আমরা বর্তমান অপরাধরে জায়েজ কইরা দিমু? অন্যায় দেখলেও আমরা চুপ কইরা থাকমু, কারন এই অন্যায় দূর করনের সংগ্রামের পর আরেক অন্যায়ই তো আসবো...এইরম কি কখনো চিন্তার প‌্যাটার্ন হইতে পারে!? আমার মনে এই প্রশ্নগুলি আইলো...আর তার উত্তরও...এই রম ভাবনা সব আমার কাছে অপরাধসমই মনে হইলো! যদি এইরম ভাবেই ভাবতে হয়, তাইলে তো আমাগো মুক্তিযুদ্ধের সংগ্রামও বৃথাই আছিলো...কিম্বা ৯০'এর ছাত্র-গণ অভু্যত্থান'ও...শুধু বৃথাই না...এই ধারণা মতে আছিলো ভুল! জামায়াত তাইলে কি দোষ করছিলো! আইজকা তারাতো তাগো ভূমিকার বদৌলতেই গাড়ি চালায় পতাকা উড়াইয়া! যে যাই কউক...আমি সুর্যের ভোর দেখি...আমি অশুচীর পতন দেখি...আমি পরিবর্তনের উন্মেষ দেখি...অতীতেও সেনাশাসনের বিরুদ্ধে ব্যারাকের বাইরের মূলস্রোত দাঁড়াইছে...প্রতিরোধের মিছিলে সব মুখ দেখনের অপেক্ষায় থাকুম আগামী দিনগুলিতে! পায়ে পায়ে আর চাকায় চাকায় আমরাই একদিন...আজ নয় কাল নয় পরশু, বিভাবরী সুর্যতো উঠবেই...একদিন নাহয় একদিন!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।