আমাদের কথা খুঁজে নিন

   

দারোয়ান যখন বাড়ীর মালিক

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

এটা কেবল বাংলাদেশেই সম্ভব। স্বয়ং বাড়ীর দারোয়ান দখল করে নেয় বাড়ী। দারোয়ানের মাথার বুদ্ধি বাস করে হাঁটুতে। তাই, সে ভাবে গায়ের জোরে সে সবই দখল করে নিতে পারে। দরকার শুধু পাড়ার মুরুব্বীদের দোয়া।

রাতারাতি মূর্খ দারোয়ান বাড়ীর মালিক হয়ে যায়। ছোট এই শর্ট ফিল্মটি এখন নাকি বাংলাদেশের সর্বত্র জনপ্রিয় হয়ে উঠেছে। কম বাজেটের মুভি। লোকজন দেখে আর হাসে। বুদ্ধির ঢেঁকি দারোয়ানের প্রশস্তি গাইবে না থুতু মারবে তা স্থির করতে বেশীক্ষণ সময় লাগে না।

মুভির পর্দার মতো সচল মানুষের আবেগ। তারা দারোয়ানের কীর্তিতে হতবাক হয় না। ক্ষুদ্ধ হয় না। তারা চরমভাবে বিনোদিত। শর্ট ফিল্মটির সাফল্য হচ্ছে এটি চমতকারভাবে দারোয়ানের মুখোশ খুলে দেয়।

দারোয়ান ভেবেও বুঝে না, যতোই মিস্টি মন্ডার হাড়ি খুলে মহল্লায় বিতরণ করুক না কেন,পাবলিক কিন্তু ঠিকই বুঝতে পারে। এই পাবলিকের কাছেই দু'দিন পর আসতেই হবে। আর তখন তারা যে দারোয়ানের উপর চটিকার সদ্ব্যবহার করবে না তার গ্যারান্টী কেউ দিতে পারে না। তারপরও কি নির্বোধ দারোয়ান বুঝে না? বুঝে সবই, কিন্তু এই সংসারে মায়ার টান অতি গভীর। নির্বোধ দারোয়ান সেখানে বড়ই নাচার।

তাই আসুন নির্বোধ দারোয়ানের বুদ্ধির প্রশস্তিমূলক সংগীত পরিবেশন করি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.