আমাদের কথা খুঁজে নিন

   

ভাইটি আমার আইটি শিখো-এক। :কিভাবে কম্পিউটার বন্ধ করবেন

আপ্নেরা ছাগসাথে কোলাকুলি করেন , আমারে ডর দেখাইয়েন না

আমি চিন্তা করে দেখলাম,কম্পিউটার বিষয়ে আমারো কিছু পোস্ট করা দরকার। সুতরাং আজ আপনাদের শিখাবো,কিভাবে কম্পিউটার বন্ধ করতে হয়। কম্পিউটার খোলা থাকা অবস্থায় কোথাও 'বন্ধ কর' কথাটি লেখা থাকে না। সেক্ষেত্রে গায়ের জোরে কম্পিউটার বন্ধ করলে আপনার ডাটা মুছে যেতে পারে। (আম্মাআআ) আপনি বাম হাতের কোনায় স্কৃনে `স্টার্ট' কথাটির উপর টিপি দেন।

অবাক হইয়েন না,নরমালি `স্টার্ট' কথাটির অর্থ শুরু করো হইলেও মাইক্রোসফটের আবালরা তো আমার মতো জ্ঞানী প্রোগ্রামার নয়,তারা `স্টার্ট' এর চিপাতেই বন্ধ বাটন রাখছে। আচ্ছা,আপনি `স্টার্ট' বাটনে ক্লিক করলেই একটা খাম্বা দাড়াবে। সেখানে লালা গোল চিহ্ন দেয়া একটা লেখা দেখুন যেটাতে লেখা আছে `টার্ন অফ কম্পিউটার' (কথাটা আসলে হবে,টার্ন অফ দ্য কম্পিউটার,আবালের দল `দ্য' কথাটি লিখতে ভুলে গেছে ) আপনি সেই লাল গোল্লায় আবার টিপি দেন। এখন স্কৃনের মাঝে তিনটা বাটন আসবে। এখন মাঝখানের লাল বাটনটি আবার টিপি দেন।

দেখবেন আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। খুব জটিল ব্যাপার,তবে কয়েকদিন প্র্যাকটিস করলেই পারবেন। ---------------------------------- দেখলেন তো আমি কতো বড় কম্পিউটার বিশেষজ্ঞ!! কোন সমস্যা হলে আমাকে বইলেন। আমার তিন বাহুতে এর সমাধান দিয়া দিমু। আর উপকৃত হইলে একটু রেটিং আর কমেন্ট দিয়া যাইয়েন,যাতে টপ লিস্টে আমি আর আমার ভাই বেরাদাররা থাকতে পারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।