আমাদের কথা খুঁজে নিন

   

সুধীরলাল চক্রবর্তী - মধুর আমার মায়ের হাসি

মরণ আমার ভালো লাগে মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার মায়ায় ভরা সজল দিঠি, সেকি কভু হারায় সে যে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায় সেই যে আমার মা, বিশ্ব ভূবন মাঝে তাহার নেইকো তুলনা। কালজয়ী গীতিকার প্রনব রায়ের 'মধুর আমার মায়ের হাসি' গানটি আমার মত অনেকেরই রক্তে মিশে আছে। আমরা যারা মাকে হারিয়েছি বা যারা হারানোর ভয় করছি, সবার কাছেই চিরস্মরণীয় গানটির আবেদন সমান। কিন্তু গানটির সুরকার ও দরদী শিল্পী, সুধীরলাল চক্রবর্তী আজ যেন বিস্মৃতির অতলে তলিয়ে গেছেন। বড়ই পরিতাপ ও মর্মবেদনার বিষয়, কবি নজরুলের বন্ধু, অসংখ্য কালজয়ী গানের সুরকার ও শিল্পী, সেরা সঙ্গীত শিক্ষক এবং গীতা দত্ত, সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন, শ্যামল মিত্রের মত সেরা শিল্পী গড়ার কারিগর, সুধীরলাল চক্রবর্তীর কোনও জীবনী বা পরিচিতি এখন আর খুঁজে পাওয়া যায়না। নিয়তির নিষ্ঠুর পরিহাসে তাঁর জীবনী হারিয়ে গেলেও তাঁর কালজয়ী মর্মভেদী অমর সঙ্গীত রয়ে গেছে, কারন এই সঙ্গীত ভুলবার নয়, হারাবার নয়। মহলদার দা'র উদ্দেশ্যে নিবেদিত - সুধীরলাল চক্রবর্তী - মধুর আমার মায়ের হাসি ০১ মধুর আমার মায়ের হাসি ০২ ও তোর জীবন বীণা আপনি বাজে ০৩ খেলাঘর মোর ভেসে গেছে হায়, নয়নের যমুনায় ০৪ কেন ডাকো পিয়া পিয়া, ওগো মন পাপিয়া, সারা নিশি জাগিয়া ০৫ রজনী গো যেওনা চলে, এখনো যায়নি লগন ০৬ গান গেয়ে মোর দিন কেটে যায় বিরহের বালুচরে ০৭ প্রথম দিনের প্রথম সে পরিচয় ০৮ এ জীবনে মোর যতকিছু ব্যাথা, যতকিছু পরাজয় ০৯ তুমি ছিলে তাই, ছিল গো বকুল, চাঁদ জেগেছিল নীল গগনে ১০ এ দুটি নয়ন পলকে হারায় যারে ১১ ভালবেসেছিনু আলেয়ারে (চেয়েছিনু জোছনা কৃষ্ণারাতে) ১২ আঁখি যদি ভোলে তবু মন কেন ভোলে না কোয়ালিটি - ২২৪ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ৬৪ মেগাবাইটস ডাউনলোড - সুধীরলাল চক্রবর্তী - মধুর আমার মায়ের হাসি পাসওয়ার্ড - samu  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।