আমাদের কথা খুঁজে নিন

   

এডিবির নতুন প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও

এক বিবৃতিতে এডিবির পরিচালনা পর্ষদের প্রধান পি চিদাম্বরম বলেন, পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে জাপানের সাবেক উপমন্ত্রী তাকেহিকোকে (৫৭) নির্বাচিত করেন।
এডিবির পরিচালনা পর্ষদ জনাব তাকেহিকো নাকাওয়ের দৃঢ় নেতৃত্বের সঙ্গে কাজ করতে আগ্রহী।
আন্তর্জাতিক অর্থনীতি ও উন্নয়ন সম্পর্কে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এছাড়া এশিয়া অঞ্চল সম্পর্কে তার বিস্তৃত জ্ঞানও রয়েছে। এই অঞ্চলকে দারিদ্রমুক্ত করার লক্ষ্যে এডিবি যে কার্যক্রম শুরু করেছে সেখানে তার এই অভিজ্ঞতা সহায়ক হবে।


২৮ এপ্রিল এডিবির নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তাকেহিকো। এ পদে তিনি থাকবেন ২০১৬ সালের ২৩ নভেম্বর পর্যন্ত।
এডিবির সাবেক প্রেসিডেন্ট হারুহিকো কুরোদা গত মার্চে পদত্যাগ করেন।
জাপানের অর্থমন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী তাকেহিকো দেশটির আন্তর্জাতিক বিষয়াদি দেখাশুনা করতেন। তিন যুগেরও বেশি সময় ধরে জাপানের অর্থমন্ত্রনালয়ে উচ্চপদে কাজ করেছেন তিনি।


১৯৫৬ সালে জন্ম নেয়া তাকেহিকো নাকাও টোকিও বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।