আমাদের কথা খুঁজে নিন

   

একস্লিপ বিষাদের গল্প...

.এই ব্লগে যে কয়টি পোস্ট আছে, সেগুলোর মন্তব্য সরাসরি প্রকাশিত হবে না। এই অক্ষমতার জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী।

তুমুল আড্ডা এক সময় প্রায়শ:ই যুদ্ধের রুপ নিচ্ছিল। টেবিল চাপড়ে ,সিগারেটের ধোয়াঁয় ঘর অন্ধকার করে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম। প্রসঙ্গক্রমে একজন জোর গলায় বললেন,`রাজাকারদের কপাল ভালো,বঙ্গবন্ধু তাদেরকে ক্ষমা করেদিয়েছিলেন।

'আমরা সবাই তার সাথে একমত হলাম। সত্যিই বঙ্গবন্ধু বিরাট উদারতার উদাহরন দিয়ে গেছেন। সেই সময় বেশ দূরের টেবিল থেকে উঠে দাড়ালেন এক বৃদ্ধ। বিল মিটিয়ে আমাদের টেবিলের সামনে দিয়ে যাওয়ার সময় একটু থামলেন। তারপর মুচকি হেসে বললেন`মুজিব আমাদের ক্ষমা করে মহান হয়ে ছিলেন মানে?আমরা কি তার কাছে ক্ষমা চেয়েছিলাম ?' ভদ্রলোক আমাদের কথা শোনার জন্য আর দাড়ালেন না।

মাথা উচুঁ করে গট গট করে রেস্টুরন্ট থেকে বেরিয়ে গেলেন। আমরা সবাই চুপ করে থাকলাম। সেদিন আমাদের আড্ডাটা কেন যেন আর জমলো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।