আমাদের কথা খুঁজে নিন

   

ইউনিকোডে হাজির!!!

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

আমি নিজে ইউনিকোডেই লিখতে শুরু করলাম...কিন্তু তাই বইলা আমার আগের কথা গুলি ফিরাইয়া নেই নাই...ব্লগ জনপ্রিয় করতে হইলে, দেশের অভ্যন্তরের মানুষগো কাছে পৌছানের লেইগা এইটা একটা বাধা...আমরা আধুনিক, যারা পারবো তারাই আসবো...আমরা একটা ফ্রি সার্ভিস দিতাছি, আমরা যেমনে কমু তেমনেই ব্লগ চলবো এইরম কথা সামহোয়্যার ইনের প্রধান মানুষগো থেইকা কখনো শুনি নাই...এখনো বিশ্বাস করি তারা এমনে ভাবে না... আর তাই এই সমস্যার সমাধানকল্পে তারা কিছু করবো, ...সাইবার ক্যাফের পিসি থেইকা ব্লগাররা কোন ঝামেলা ছাড়া কোড-মোড জানা না থাকলেও ব্লগ করতে পারবো...এই অবস্থা না হইলে সামহোয়্যার ইন জীবনেও দেশের বড় অংশের ইন্টারনেট ব্যবহারকারীগো কাছে পৌছাইতে পারবো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।