আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজারে জামায়াত নেতার খামার বাড়িতে জেএমবির বোমা তৈরির কারখানা

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

সরওয়ার আজম মানিক:কক্সবাজার থেকে: কক্সবাজারের চকরিয়ায় উপজেলার হারবাং এলাকার সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা জহির উদ্দিন আহমদ বাবরের খামার বাড়ি থেকে যৌথবাহিনীর একটি মিনি বোমা তৈরির কারখানা আবিষ্কার করেছে। এ সময় কারখানা থেকে জেএমবির সদস্য সন্দেহে ৩ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় আরজেস গ্রেনেড, গান পাউডার, জিহাদী ও জামায়াতের কিছু বইপত্রসহ বোমা তৈরির কিছু সরঞ্জাম। গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত্ম এ অভিযান চলে। জামায়াত নেতা জহির উদ্দিন বাবর পলাতক রয়েছে।

আটক জেএমবি সদস্যরা হলেন, আনোয়ারুল কবির, নুরুল ইসলাম, নুরুল আলম। তারা সবাই স্থানীয় হারবাং এর নুনাছড়ি এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়। নাশকতা জন্য এসব অস্ত্র রাখা হয়েছিল বলে চকরিয়া থানার ওসি জানান। আটককৃতদের গতকাল সন্ধ্যায় চকরিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। আটককৃতদের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।

এ ব্যাপারে চকরিয়া থানায় মামলা হয়েছে। (কাট এন্ড পেস্ট ফ্রম দৈনিক আমাদের সময়)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।