আমাদের কথা খুঁজে নিন

   

পরিবর্তিত ব্লগ নিয়ে - ভালোমন্দ

আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে, আমার স্বপনলোকে দিশাহারা

বাংলা নতুন বছরে চমক দিতে বদলে গিয়েছে ব্লগ। চমকে যে গিয়েছি সবাই, এটাতে মনে হয় কারোরই দ্বিমত নেই। তবে কিছু বিষয়ের পরিপ্রেক্ষিতে ঢালাওভাবে কিছু প্রতিক্রিয়া আসে, একটু সময় পেলে মাথা ঠান্ডা করে ভাবলে সেই ভাবনা কিছুটা পরিপক্ক হয়ে তাতে পরবর্তনও আসে। এখন নিজেকে কিছুটা সময় দিয়ে মাথা ঠান্ডা করে আমি যা ভাবছি--- ১। ইউনিকোড আসাটা খুব প্রয়োজন ছিলো, দেরি হলো বরং অনেক।

তবে যারা কখনো ইউনিকোড ব্যবহার করেন নি তাদের কাছে হুট করে এটাকে শত্রু মনে হতেই পারে। এক্ষেত্রে ইউনিকোড চালু করার আগে এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে একটা পোস্ট দেয়া উচিত ছিলো ব্লগ কর্ত্রৃপক্ষের। তাহলে একে ওকে জিজ্ঞেস করে নয় বরং সেই আউটলাইন ধরে প্রত্যেকে ধীরে ধীরে ইউনিকোডে অভ্যস্ত হয়ে উঠতেন। ২। ব্লগ বিরক্তির মুল কারন ব্লগের পরিবর্তিত চেহারা।

এই ধরনের রঙচঙ্গে চেহারা কি সব সময়ের জন্য আদৌ গ্রহনযোগ্য? ইন্টারনেটে অনেক ধরনের সাইটের নানান রকম চেহারা দেখে দেখে আমরা সবাই-ই অভ্যস্ত। কিন্তু, এই সাইট--যেখানে নিত্য দিনলিপির চাইতেও অনেক বেশি আগ্রহ নিয়ে আমরা খুব অসাধারণ অনেক সাহিত্য পড়ি, তার চেহারা এতটা রঙ্গচঙ্গে হলে কি মানায়? একটু হালকা, রুচিসম্মত, অন্তত চোখের ওপর কটকটে প্রভাব ফেলে না এরকম সহজ-স্বাভাবিক কিছু করা তো কোন সমস্যা হবার কথা না। সেটাই আশা করছি। ৩। সবার রেগে যাবার আরেকট বড় কারন হচ্ছে--পুরনো মন্তব্য মুছে গিয়েছে।

আশা করছি এটা ঠিক করে ফেলবেন হাসিন ভাইয়েরা। এবং খুব তাড়াতাড়ি। ৪। পোস্ট সংশোধন করার পরে সেটা যখন আবার পোস্ট করা হচ্ছে তখন আর তা প্রথম পাতায় আসছে না, এটা তো খুব বড় রকমের সমস্যা! এটাও আশা করি ঠিক করে ফেলা হবে যত তাড়াতাড়ি সম্ভব। ৫।

টপ রেটেড পোস্ট -- এর কি কোন দরকার ছিলো? শুধু শুধু একটা ডিস্ক্রিমিনেশন। ৬। নতুন যা যোগ হয়েছে তার মাঝে আছে--কারা সাম্প্রতিক ব্লগ দেখেছে তাদের তালিকা, একটা পোস্ট কতবার পড়া হয়েছে তার সংখ্যা, রেটিং ব্যবস্থার পরিমার্জন, দিনলিপি, প্রিয় পোস্টের তালিকা, এক মাসে কতগুলো পোস্ট করা হয়েছে একজন ব্লগারের তার সংখ্যা,পোস্ট করার সময় হিসেবে আগে ভুতুড়ে একটা সময় দেখানো হতো, এখন বাংলাদেশ সময় দেখা যায়--আপাতত এই মনে পড়ছে। এই সবগুলোই বেশ ভালো। বিশেষ করে একটা পোস্ট কতবার পঠিত এবং পোস্টের বাংলাদেশ সময়- এই দু'টো খুবই ভালো হয়েছে।

আমার তরফ থেকে এজন্য বিশেষ ধন্যবাদ জানাছি ব্লগ কর্ত্রিপক্ষকে। তবে একজনের সবগুলো পোস্টের তালিকা ছিলো আগে, সেটা তো ভালো ছিলো অনেক, ওটা ফিরিয়ে আনা যায় না? পরিবর্তন মানেই গতিশীলতা। কিন্তু যেকোন পরিবর্তনকেই গ্রহনযোগ্যতা পেতে অনেক কষ্ট করতে হয়। এত্তগুলো পরিবর্তন একসাথে করে একটু যেন বোকামী করা হয়েছে। একটু একটু করে যেত।

সবার কাছে গ্রহনযোগ্যতা পেতে কাজেই সময় তো লাগবেই। যা যা ভুল সবাই টুকটাক ধরিয়ে দিচ্ছেন, তার একটা সারাংশ করে ব্লগ কর্ত্রিপক্ষ যদি তা শুধরে নেন তাহলে তো অসন্তোষের সমাধান হয়। সেটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। পুনশ্চঃ ব্যক্তিগত একটা দুঃখ প্রকাশ করেই ফেলি। আজ অনেক দিন পরে আমার প্রিয় “লালচে বেগুলী” রঙ বাদ দিয়ে কালো কালিতে লিখছি।

কিরম কিরম যেন লাগছে। রঙ দেয়ার ব্যবস্থাটা কি আবার করা যায় না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.