আমাদের কথা খুঁজে নিন

   

মনের কথা মন বোঝেনা - 3 (সাইকোলজী টেস্ট) ঃ জীবে প্রেম করে যেইজন

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

[গাঢ়] একটা সিনারিও বর্ণনা করব ...সেখানে আপনি থাকলে কি করতেন তা মন খুলে লিখুন ... আর জানুন আপনার ভেতরের মানুষটিকে [/গাঢ়] আজকের এই টেস্টটি আপনার ব্যাক্তিত্বকে ফুটিয়ে তুলবে খুব সহজেই, ভবিষ্যতে রিফারেন্স হিসেবে ব্যাবহার করতে পারবেন আশা করি ***************************************************** [গাঢ়] জীবে প্রেম করে যেইজন [/গাঢ়] ধরা যাক আপনি খুব জীবপ্রেমিক। প্রচুর পালিত প্রাণী আপনার। প্রাণীর সাথে আপনার সখ্যতা এতই বেশী যে আপনার একটা পোষা সিংহও আছে। আরও আছে, কুকুর, বেড়াল, হরিণ, গরু, ঘোড়া, বানর, নানারকম পাখপাখালি। ছুটির দিনে আপনি নৌকা বাওয়া পছন্দ করেন।

আপনার বাড়ী থেকে একটু দূরে গেলেই নদী, সেখানে আপনি সাধারণত কিছু পোষাপ্রাণীকে নিয়ে নৌকা বেয়ে উইকএন্ড উপভোগ করেন। [গাঢ়] এখন চিন্তা করুন [/গাঢ়] এক শনিবারে আপনি আপনার বিশাল নৌকা নিয়ে নদীতে নেমে পড়লেন; সাথে আছে একটা করে [গাঢ়] ঘোড়া, গরু, সিংহ [/গাঢ়] আর [গাঢ়] বানর [/গাঢ়]। আপনি ভালই উপভোগ করছেন এবং বাড়ীর কাছের নদীঘাট থেকে অনেক দূরে চলে এসেছেন । হঠাৎ দেখলেন, নৌকো ফুটো হয়ে পানি ঢুকছে। কোন উপায় নাই!! বাড়ী পৌঁছাতে হলে নৌকায় তোলা ওজন কমাতে হবে।

প্রথমে খাবার দাবার ফেলে দিলেন, কিন্তু তাও লাভ হচ্ছেনা!!! আপনি বুঝলেন যে আপনার পোষা প্রাণীগুলোকে একটা একটা করে ফেলে দিতে হবে নদীতে। উল্লেখ্য এরা কেউই সাঁতার জানেনা। [ইটালিক] প্রশ্ন [/ইটালিক] [গাঢ়] আপনি কোন সিরিয়ালে প্রাণীগুলোকে ফেলবেন তা 1. 2. 3. 4. এভাবে নাম্বার দিয়ে লিখুন। [/গাঢ়] সবার আগে যাকে ফেলবেন তাকে 1 নাম্বার, সবার শেষেরজনকে 4 নাম্বার দিন। ************************************************* দেখা যাক নিজের কোনকথা আজ নিজেকে বললেন


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.