আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষা আসুক

জনক কিংবা পিতাকে নিয়ে প্রশ্ন তোল না// যে মায়ের আঁচলে ভাত খাওয়া হাত মুছেছি, কোনোদিন এই আমি তার সামনে দাঁড়াতে পারব না।// (নজরানাঃ জাতির জনক শেখ মুজিবকে)

দু'এক দিন হল আকাশের মন ভালো নেই । জানি না এ-কীসের প্রতিবাদ তার। তবে মিল এই যে-- আমার মন ও ভালো নেই। মন পড়ে গেলো বর্ষা বিষয়ক আমার একটি কবিতার কথা। নিচে তা দেওয়া হল -- -------------------------------------------- রিম-ঝিমা-ঝিম বৃষ্টি পড়ে ঘরের টিনের চালে শ্রাবণ মাসের বাদল নাচে হাওয়ায় দোলে-দোলে শন-শন-শন বায়ু বয়ে ঝির-ঝির-ঝির সুরটি লয়ে বিজলী হাসে রাত-দুপুরে সারা দিবস কালে আকাশ ভারী কালো হল মেঘের খোলা চুলে । জোয়ার আসে মাঠে-ঘাটে জোয়ার আসে বিলে সে-জোয়ারে নাইতে নামে বৃদ্ধ-যুবা মিলে এ-পার হতে ও-পারেতে সাঁতার কেটে যেতে-যেতে যায় যে তারা নৌকা বনে ছোট্ট পালটি তুলে বৈঠা বেয়ে দু'হাত দিয়ে শ্রাবণ মেঘের জলে। বৃষ্টি নামে অঝোর ধারায় পাল্লা দিয়ে খালে মাছের জন্য ছুটে চলে পাড়ার হাজার ছেলে টাকি-বোয়াল ট্যাংরা-পুঁটি সুখে করে ছুটাছুটি এ-সব মাছে যায় ভরে যায় মোদের যত থলে আবার তবে বর্ষা আসুক আষাঢ়-শ্রাবণ কালে। -------------------------------------------- রচনাকালঃ ১৩ই এপ্রিল ২০০৪ ইংরেজি -------------------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।