আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের দরকার শুভকামনা ঃঃ হোয়াট এ্যা ব্যাড ডে!

সযতনে খেয়ালী!

[গাঢ়] আপডেট ঃঃ ইট্টুর লাইগা রে, ইট্টুর লাইগা বাংলাদেশ একটা বিলাতি কামড় খাইয়া ফেললো। [/গাঢ়] ভাইসব, অবস্থা বেশী সুবিধার না। আমাদের পোলাপাইনরে গাইল পাইরেন না, বাছুর ভাইরেও না। সাকিব আর মাশরাফির পার্টনারশীপটা দরকারী ছিলো। আরেকটু থাকলে অনেক ভালো হইতো, হইলোনা যখন মন খারাপ করার কিছু নাই।

আপনেরা গাইল পারলে রফিক ভাইও তাঁর খেলা দেখাইতে পারবো না। ইট্টু ঠান্ডা হন ভাইসব, কোকাকোলা খান, পেপসি খান, মিরিন্ডা খান, ফানটা খান, ডাব খান, তাড়ি খান, পানি খান- যা খুশী খান, তাও কুল থাকেন! যারযার পকেটে এই মুহূর্তে পয়সা, টেকা, ডলার, পাউন্ড, ইউরো- যা কিছু আছে- বাইর কইরা হাতে রাখেন। লর্ড ক্লাইভের উত্তরসূরী গোরে সরাসরি ঘুষ দিতে যাইয়েন না, দিনকাল ভালো না। ডাইরেক্ট চালান কইরা দিলে অবস্থা খারাপ হইয়া যাইবো। মনে রাখবেন, যারা মাঠে খেলে তাগোর চাইতে টিভি সেটের সামনে বসা আপনি কইলাম কম ইম্পোর্টেন্ট না! ঘুষের লগে গাইল দিলেও দিতে পারেন।

ইংরেজীতে দিয়েন না, তাইলে মামলা কইরা দিবো আইছিছি। বাংলায় দেন, নিদেনপক্ষে প্রতিবেশী ভাষায়। এক দাড়িওয়ালা চাম্পু ই তো মাশরাফি রে আউত্তা করছে। প্রতিশোধ লন, প্রতিশোধ। কোন ছাড়া ছাড়ি নাই।

যা-ই করেন, [link|http://www.youtube.com/watch?v=k0_L5HZGFHM|kyf Kvgbv _vgvB

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.