আমাদের কথা খুঁজে নিন

   

বিধান !

পরিবর্তনের জন্য লেখালেখি

তারপর ওরা চলতে শুরু করে মৃত শ্যাওলার পথ ধরে বেশ সোজা আর শান্ত হয়ে থাকে কাঁটা কম্পাস ভোরে শাখা নদী ও না, বরং খাল বলা যেতে পারে একে মূল নদী কবরের নিঃস্তব্ধতায় বলে দেয় কতটা জল যাবে বেঁকে পথ জুড়ে কোথাও নেই কোন নতুন পুরানো দিক নির্দেশনা কেউ জানতে চাইলেই হবে বিরুদ্ধ ঢেউ , সবুজের ভর্ৎসনা হালে ছত্রাক বেড়েছে জলে , মাটি ও বায়ুও তাদের দখলে কখনো উঠছে বেড়ে সমতলে , কখনো পেরিয়ে যাচ্ছে ছলে এটাও ঘটে চলেছে , যেমন ঘটে নিঁপুণ চিত্র , দৃশ্য নাট্য দাঁড়ি পাল্লার সনামে , বেনামে জয় , সিদ্ধ - অকাট্য !!! মৃত শ্যওলাদের পথ বেয়ে চলতে দেখে কেউ কেউ হন অস্থির কিন্তু এখন মৃতদের চলার বিধান , যারা মূক ও বধির! ঢাকা 09/04/07

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।