আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেধরা সন্দেহে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা (ভিডিও সহ)

কথায় আছে অতিরিক্ত ইমশনাল হওয়া ভালো নয়। অতিরিক্ত ইমশনাল ব্যক্তিদের বেশি কষ্ট পেতে হয়। যদিও এ ধরনের অতিরিক্ত ইমশনাল ব্যক্তিগন ছোট ছোট ব্যাপারেই অনেক বেশি আনন্দ পেয়ে থাকেন যা নন ইমশনাল ব্যক্তিগন পায় না। সেই ইমশনালের খাতায় আজ নিজেকে আবিষ্কার করলাম নতুন করে। নিজের চোখ আর মনকে কেন যেন কোন ভাবেই সায় দিতে পারছি না।

চোখের পানিও আজ আমার কথা শুনতে নারাজ। হয়তো বা আমি একটু বেশিই ইমশনাল তাই। মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে তা ঠিক আমার বোধগম্য নয়। এর জন্যই হয়তো আমরা খুব গর্ব করে বলে থাকি যে মানুষই সৃষ্টির সেরা জীব। গতকাল খবরে শুনেছিলাম যে ছেলেধরা সন্দেহে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে পুলিশের সামনে পিটিয়ে হত্যা করা হয়েছে।

প্রথমেই শুনে মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আজ যখন সরাসরি ভিডিওতে সেই নির্মম দৃশ্য দেখতে পেলাম, তখন চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। মানুষ কতটা নির্মম ও নিষ্ঠুর হতে পারে তা হয়তো এই ঘটনাটি থেকে অনুধাবন করা যায়। কত গুলো মানুষ নাম ধারী হিঃস্র পশুর নির্মম আঘাতের শিকার সেই বুদ্ধিপ্রতিবন্ধী মহিলাটি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। অথচ সবাই দারিয়ে দারিয়ে সে দৃশ্য উপভোগ করছে।

যে যেখান থেকে পেরেছে সেখান থেকেই ওরা সেই বুদ্ধিপ্রতিবন্ধী মহিলাটি কে নির্মমভাবে মেরেছে। লাঠির সেই নির্মম আঘাতে ফেটে চৌচির হয়ে গেছে তার শরীরের প্রতিটি অজ্ঞ প্রত্যজ্ঞ। প্রচন্ড ব্যথার যন্ত্রনা নিয়ে মৃত্যু বরন করেছেন আমার সেই মা। রাস্তার কুকুর কেও এমন নিষ্ঠুর ভাবে মারা হয় না যেভাবে ওরা আমার মা কে মেরে ফেলেছে। কোন মানুষ এরকম নির্মম ভাবে কাউকে মারতে পাড়ে না।

যারা পাড়ে তারা মানুষ নয়। আর তারা যদি মানুষই হয় তবে আমি মানুষ হিসেবে নিজেকে ধিক জানাই। আপনারাই বলুন ঐ মহিলাটি কি আপনার আমার বোন নয়? আপনার আমার মা নয়? যদি তাই হবে তবে কিভাবে আমরা এত নিষ্ঠুরভাবে আমার সেই মা কে মারতে পারলাম? যদি তাই হবে তবে কেন তার সেই মর্মান্তিক আর্তনাদ আমাদের মনুষত্যবোধ কে জাগাতে পারলো না? আমি জানি আমার এই প্রশ্ন গুলোর হয়তোবা কোন ভিওি নেই, তাই নিজের মনেই সব কিছু চেপে নিলাম। সালাম জানাই মনের অন্তস্থ থেকে আমার সেই ভাই কে যিনি মহিলাটি কে সেই হিঃস্র পশুদের হাত থেকে বাচানোর চেষ্টা করেছিলেন। যদিও শেষ পর্যন্ত তিনি সেই আসহায় মহিলাটি কে বাচাতে পারেন নি।

এরকম একটি মর্মন্তিক ঘটনার দায় ভার কে নিবে? সরকার, সাধারন জনগন, আপনি, আমি? অনেকেই হয়তো এ দায় থেকে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু আমি তো পারবো না এ দায় এড়াতে। কারন সে তো ছিল আমারই মা, আমারই বোন। কাল কেয়ামতে যখন মহান আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করবেন , আমি কি করেছিলাম আমার সেই আসহায় মায়ের জন্য তখন আমি কি জবাব দিব? মা তুমি পারলে আমায় ক্ষমা করে দিয়। সামান্য একটু চোখের জল ছারা আমি তোমার জন্য আর কিছুই করতে পারলাম না।

হে আল্লাহ আপনি আমাদের সকল কে হেদায়েত দান করুন। আমাদের কে ক্ষমা করে দিন। সেই নির্মম ভিডিওটি দেখুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।