আমাদের কথা খুঁজে নিন

   

ইতি, আমি

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

খোঁজ করো না আমার- কেমন আছি? বেঁচে আছি? কোনো অভিযোগ নেই নেই কোনো অভিমান রাগও পুষি না মনে। অনুরাগ করার যোগ্যতা হয়তো নেই আমার! শুধু অস্থিরতা আমার ঘিরে রাখে। কিছুক্ষণ তোমার খোঁজ না পেলে ভাবনা জাগে মনে- কিছু হয়নি তো আবার! যতক্ষণ না খবর পাই- তুমি ভালো আছো হাজার হাজার জীবাণু দংশন করে যায় আমায়... তাই বলি- আমার খোঁজ নাও না, দোষ নেই অন্তত তোমার খবর জানিও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।