আমাদের কথা খুঁজে নিন

   

নিঃশব্দ

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

'নিঃশব্দ' ছবিটা দেখলাম। রাম গোপাল ভার্মার 'রোড' ছবিটা ভাল লেগেছিল। আজকে দেখলাম 'নিঃশব্দ'। বিংশ শতকের সবচেয়ে বিতর্কিত উপন্যাস, 'লোলিতা' অবলম্বনে। যদিও ঘটনা অনেক ভিন্ন, কিন্তু মেজাজ একই।

প্রি-এডোলেসসেন্ট লাভ কিংবা Precocious sexuality নিয়ে। একজন ষাট বছরের পুরুষ এবং উনিশ বছরের বালিকার প্রেম। কিংবা একদিক থেকে অবসেশন, অন্যদিক থেকে ফ্যান্টাসি। আমাদের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ কিছুদিন আগে ঠিক একই ধরণের একটা সম্পর্কের সূত্রপাত ঘটিয়েছেন। এই ধরণের সম্পর্ক ঠিক/বেঠিক এই ধরণের সিদ্ধান্তে উপনীত হওয়াটা বোকামী।

নিন্দনীয় কিংবা আনন্দনীয়'র চেয়ে বড় কথা হচ্ছে, এই ধরণের অবসেশন আছে। ছবিটার শুরুটা খুব ট্রেইট/সাধারণ। এই ধরণের ছবিতে যা হয়, সামারের ছুটিতে যিয়া এবং ঋতু বেড়াতে এসেছে। এসেই ঋতুর ফটোগ্রাফার বাবার, প্রতি মোহগ্রস্ততা। ঋতুর পা মচকে যাওয়া, ফলে যিয়া এবং ঋতুর বাবার চা বাগান দর্শন, দিজ দ্যাট অনেক কিছু।

কিন্তু অন্যরকম মুগ্ধ হলাম সেক্সাজেনারিয়ান অমিতাভ বচ্চনের সেক্সুয়াল অবসেসড অভিনয় দেখে। যদিও এই অবসেশন দেখানো হয়েছে, ইন দ্যা ফরম অফ ফটোগ্রাফী, বডি ল্যাংগুয়েজ। অসাধারণ অভিনয়। যিয়া খানের অভিনয় ও দূর্দান্ত হয়েছে। খুব দুঃসাহসী না হলে, এ ধরণের একটা তীব্র বিতর্কিত ইস্যু পোট্রে করা কঠিন।

Thumbs up for putting issues in the front seat. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।