আমাদের কথা খুঁজে নিন

   

মিলানে আবার অভিষেক হচ্ছে কাকার

আল্লেগ্রি শুক্রবার মিলান চ্যানেলকে বলেন, "আমি মনে করি যে সে ম্যাচের শুরু থেকেই থাকবে। আবার অভিষেক নিয়ে সে উত্তেজিত। অতীতে মিলানের জন্য সে যা করেছে, তা আবার করার ইচ্ছা ও সামর্থ্য তার রয়েছে। "
২০০৯ সালে পাঁচ কোটি ৬০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে মিলান ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন কাকা। কিন্তু টানা চোট আর ফর্মহীনতায় নিজেকেই হারিয়ে ফেলেন তিনি।


রিয়াল মাদ্রিদে হতাশাজনক চারটি বছর কাটার পর সম্প্রতি আবার পুরানো ক্লাব এসি মিলানে ফিরে আসেন কাকা। ২০১৫ সাল পর্যন্ত মিলানে খেলবেন ২০০৭ সালের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।
মিলানের সমর্থকরা আনন্দের সঙ্গেই তাকে বরণ করে নিয়েছেন। সান্তিয়াগো বার্নাবেউতে সাফল্য না পেলেও কাকা ভক্তরা আশা করছেন, মিলান শিবিরে আবারো সাফল্যের চূড়ায় উঠবেন ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য। মিলানের আবাস সান সিরোতেই যে বিশ্বসেরা হয়ে উঠেছিলেন দলটির হয়ে একটি করে সেরি আ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ মোট পাঁচটি শিরোপা জেতা কাকা।


কাকাও আশা করছেন মিলানে ভালো খেলে আগামী বিশ্বকাপে ব্রাজিল দলে ঠাঁই করে নেবেন।
সেরি আ -এর প্রথম দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেয়েছে মিলান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।