আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে ঢাকায়

ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশ

ক'দিন আগেই পেলাম রেডিও টুডেও আর ফুর্তির খবর। এখন সারাক্ষণই চলে রেডিওটি। কম্পিউটারে একটা অডিও ট্রানসমিটার লাগিয়ে দিয়েছি। সেই সুবাদে রান্নাঘরে অথবা ড্রইং রুমে চলে বাংলা রেডিও। প্রবাসী মন আরও নস্টালজিক হয়ে উঠে।

ভালই লাগে। মনে হয়, দেশেই তো আছি। ট্রাফিক জ্যাম আর অ্যাড আর গানের কলিতে সুর মিলিয়ে মনে হয় ঢাকাতেই বাস করছি। বাসার টিভিতে চ্যানেল আই, এটিএন বাংলা আর এনটিভি'র একটা না একটা চলে। রান্নাঘরে চলে বাংলা রেডিও।

বিদেশে দেশের আমেজ পাই, তারপরেও মনটা শুধু টানে দেশের দিকে। বিদেশের মাটিতে এক খন্ড বাংলাদেশের আমেজ মোটেও মন্দ না। সাবাশ প্রযুক্তি!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।