আমাদের কথা খুঁজে নিন

   

বাশার

সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

বাশারের প্রতি আমার কোন বিরাগ নেই। তিনি মৃদুভাষী, মিষ্টভাষী মানুষ। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট দল থেকে নাম কাটিয়ে অন্য কিছু করার সময় হয়ে এসেছে তাঁর। কমেন্টেটর হিসেবে আতাহার আলির একাকীত্ব ঘুচিয়ে তিনিও এবার গ্যালারিতে মাইক্রোফোনসৈনিক হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। কারণ তাঁর ব্যাটও তাঁর মতোই মুখচোরা, মিতবাক।

রাগে ক্ষোভে তাকে সেদিন বাছুর বলে ডাকছিলাম। শিং ভেঙে একরকম বাছুরের দলেই ভিড়ে আছেন তিনি। অভিজ্ঞতা নিয়ে কথাবার্তা হয়, কিন্তু অভিজ্ঞতা পেটে পেটে রেখে দেয়ার জিনিস না, কাজে কর্মে দেখাতে হয়। ব্যাটসম্যান হিসেবে কাঁচা বলে দুর্ধর্ষ উইকেট কিপার পাইলট তাঁর ক্রিকেটবিমানকে গ্যারেজে রেখে এখন কী করেন খোদা জানেন। তাহলে ব্যাটসম্যান হিসেবে এমন কী পাকামো প্রদর্শন করে বাশার দলে এখনো টিকে আছেন? দুর্জনেরা বলে, বাশার নাকি মোটামুটি কাজ চালানোর মত ইংরেজি বলতে পারেন বলেই দলে টিকে আছেন।

আমি বলি, যদি ইংরেজি নিয়ে এতোই সমস্যা হয় তাহলে একজন দোভাষী রাখা হোক। কিন্তু আমাদের মারকুটে ব্যাটসম্যান ক্যাপ্টেন চাই। যে মেরে মেরে বলের ছালচামড়া তুলে ফেলবে। যার চার ছয় খেয়ে বোলাররা জাঙ্গিয়া তুলে আঁসু মুছবে। একদম মন্দিরাকোপা ব্যাটিং যাকে বলে।

লাখে লাখে বল অপূর্ব কায়দায় ঠেকিয়ে শেষে দুবলা বলে রান করতে গিয়ে রান আউট হয়ে (তা-ও প্রবাসী তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে নয়, মাঠে মোহাজির আম্পায়ারের উংলি দেখে) ব্যাট গুটিয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়বে, ওরকম রবিউল-টাইপ ব্যাটসম্যানদের আর দলে দেখতে চাই না। তারচেয়ে বাশার কমেন্টেটর হিসেবে নাম কামানো শুরু করুন। আমার বিশ্বাস সে গুণ তাঁর আছে। বাশার নেমে দাঁড়ান, অন্য কোন গোলন্দাজ ব্যাটসম্যানকে স্থান করে দিন দলে। আপনার কাছে এই অনুজপ্রতিম ভক্তের করুণ আবেদন।

কোন অশ্রদ্ধা নয়, শুধু নিষ্ঠুরভাবে জানাতে চাইছি, আপনার অবসরই দলকে বেশি সাহায্য করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.