আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষনীয় মাতম

তুমি জাননা আকাশ থেকে রোদ্দুর এলে কার ঘরে,আমার মনের আকাশ জুড়ে ও ঝিকিমিকি রোদ থরে থরে....

তুমি ভালবাস বহমান লাল,তাই কললোল তুলে ভেসে যাও সুদূরে আসাদের শার্ট পড়ে থাকে পিছনে নুয়ে পড়ে হাত রফিকের,বরকতের,আর ব্যর্থ লাল,ব্যর্থ শহীদের । তুমি ভালবাস বহমান লাল, তাই বেয়নেট হাতে দ্বিধাহীন হানাধার সামনে তোমার লালে লাল হাতছানি অবিচল তুমি তুলে নিলে হাতিয়ার; রুদ্ব তোমার পালে মুক্তির হাওয়া সময় শুধুই সামনে এগিয়ে যাওয়ার পেছনে তোমার গর্বিত ইতিহাস,আর অসংখ্য লাল,ব্যর্থ বীরাঙ্গনার । তুমি ভালবাস বহমান লাল,তাই একনায়কের ভুলে ভরা ইতিহাস নিজের রক্তে নিজেদের হোলি খেলা শোষণের রঙ্গে শাষণের নাগপাশ; গতিহীন তুমি শিকল পরানো পায় স্তব্দ,বিমূঢ়,অবনত হল শির তবুও তোমার লালে লাল ভরা চোখ,আর শোকাবহ লাল,ব্যর্থ কান্ডারীর । তুমি ভালবাস বহমান লাল,তাই জলপাই রং লাল সাগরের নাবিক বন্দিনী হলে সামরিক ক্যানভাসে তুলির আচড়ে লাল হল চারিদিক; এক আচড়ে লাল হলে তুমি নিজে অন্য আচড়ে অজানা মায়ের ছেলে দিশেহারা তুমি ক্যানভাস ছেড়ে ধূলোয়,আর ব্যর্থ স্বপ্ন,ব্যর্থ হাতের মুঠোয় । তুমি ভালবাস বহমান লাল,তাই উন্নয়নের জোয়ার তোমায় ডাকে গনতনেত্রর রেশমী রুমাল হাতে মুগব্দ তরুণী স্বপ্ন চোখে-মুখে; ভাবলে তোমার লাল খেলা ফুরোল এই তরুণীর সবটুকু ভয় শেষ ভাবনা তোমার লাল হল আবার ও,আর ব্যর্থ আশা,ব্যর্থ আমার স্বদেশ । (....এই তরুণী আজ ও খুজে পায়নি তার বিশ্বস্ত প্রেমিক ।নির্দিষ্ট স্বপ্নের খোজে ছুটে বেড়াচেছ লখ্যহীন । অসংখ্য প্রেমিক রুপী হায়েনার প্রতিশ্রুতির ভারে নুজ্ব্য , অথছ ভুল ভাঙ্গেনি এখন ও ।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.