আমাদের কথা খুঁজে নিন

   

মৌলবাদ বিরোধী গবেষণা সেল:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

কিছুক্ষণ আগে সন্ধ্যা 7টার চ্যানেল আইয়ের খবরে দেখলাম তত্ত্বাবধায়ক সরকার মৌলবাদ প্রতিরোধে গবেষণা সেল স্থাপনের উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশে জংগীদের উত্থান কোন আকস্মিক ঘটনা ছিল না। পঁচাওরের পট পরিবর্তনের পর থেকে দেশে মৌলবাদী ও যুদ্ধাপরাধীদের ক্রমানন্বয়ে পূনর্বাসন করা হয়েছে। বিশেষত: গত জোট সরকারের আমলে মৌলবাদী শক্তিগুলো যেরকম প্রকাশ্য সাহায্য ও পৃষ্ঠপোষকতা পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এর ফলাফল আমরা নিজ চোখে প্রত্যক্ষ করেছি।

ক'দিন আগে হিজবুত তাহরীরের যেসব তরুণ সদস্যদের কর্তৃপক্ষ গ্রেফতার করেছে তা প্রমান করে তাদের আন্ডারগ্রাউন্ড কার্যক্রমের সুদূর বিস্তৃতি। আমি ব্যক্তিগতভাবে সরকারের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানাই। বাংলাদেশে ধর্মভিওিক মৌলবাদী দলগুলোর ব্যাপারে গবেষণা, তথ্য ও উপাত্ত সংগ্রহ এদের কার্যক্রম সম্পর্কে সঠিক চিএ প্রদান করে এদেরকে প্রতিরোধে সঠিক কর্মসূচী নিতে সাহায্য করবে। বাংলাদেশে মৌলবাদী রাজনীতির অগ্রসূরী হচ্ছে জামাত শিবির। এদের জেহাদী তৎপরতা পরবতর্ীতে অন্যান্য জেহাদী দলগুলোর সৃস্টিতে উৎসাহ জুগিয়েছে।

মৌলবাদ প্রতিরোধে বিভিন্ন দেশী-বিদেশী গবেষণা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের উদাহরণগুলো সরকারের এই নতুন উদ্যোগকে কারিগরি ও উপাওগত সহায়তা দানে সক্ষম হবে। মৌলবাদের বিষক্রিয়া থেকে জাতিকে রক্ষায় এটি হচ্ছে সবচেয়ে বলিষ্ঠ পদক্ষেপ। সর্বাত্মক সাফল্য কামনা করি এই মহতী প্রচেস্টার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।