আমাদের কথা খুঁজে নিন

   

জিন্নাহর বাড়িতে সার্ক শিল্প-সংস্কৃতি কেন্দ্র

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

পাকিস্তানের জাতির জনক কায়েদে আযম মুহাম্মদ আলী জিন্নাহর আদি বাড়ি ভারতের মুম্বাইয়ে। সেখানে তাদের ভিটেতে একটি সুদৃশ্য বাড়িও আছে। আরব সাগর তীরবর্তী আড়াই একর জমির ওপর সুন্দর সে বাড়ির মালিকানা নিয়ে যে টানাপোড়েন ছিল, তার অবসান হয়েছে। ঐতিহাসিক এ বাড়িটি সার্কের শিল্প-সংস্কৃতি কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বাড়ির মালিকানা পাকিস্তান সরকারের নাকি জিন্নাহর মেয়ে দিনা ওয়াদিয়ার_ এ বির্তক ছিল বহুদিনের।

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) পরিচালক সঞ্জিব কোহলি বলেন, এ বছরের 15 আগস্ট ভারতের 60তম জন্মজয়ন্তীতে বাড়িটি জন সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইসিসিআরই বর্তমানে এ বাড়িটির দেখভাল করছে। এরই মধ্যে সার্কের শিল্প-সংস্কৃতি কেন্দ্র হিসেবে এ বাড়িটি ব্যবহারের উপযোগী করার উদ্যোগও নিয়েছে এ সংগঠনটি। এ বাড়িতে থাকবে প্রদর্শনীর হলরুম, অডিও-ভিজুযাল লাইব্রেরি, কনসার্ট হল, উন্মুক্ত মঞ্চ, সেমিনার রুম ও একটি ক্যাফে। আগামী 8 ডিসেম্বর সার্ক দিবসে সার্ক শিল্প-সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করা হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.