আমাদের কথা খুঁজে নিন

   

নীল জলের বোরিং কবিতা 3

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

নীলজলে ভেসে ভেসে যখন কান্ত আমি অসহায়, তখন ধ্রূব সত্য মুছে যায়...মিথ্যাটারেই ধ্রূব বলে জানি বেগুণী নৌকার পালে হাওয়া লেগে তিরতির জল কেটে আমার অতীব নিকটে আসিয়া ভিরে, যেন আমারেই তীর মনে হয় অথচ কোনদিকে গেলে পাবো মাটির আস্বাদ, মাংসের আনাগোনা সেইসব ভুলে গেছি অবিরাম জলের খেলাতে, কারো হাতে ছেড়ে দিতে ভালো লাগে গতিপথ কারো হাতে যাদুই কাঠি দেখনের সাধ জাগে! (যদিও জেনেছি সৃষ্টির শুরুতেও ছিলো না এরম কেউ...) অতএব অচেনার হাতে ছেড়ে দিয়েছি বাতাস, তার তোড়ে চলে যাবো একদিন হয়তো ডাঙায়... বাতাসের মালিকানা কিনে বেগুণী নৌকারে সাথে করে চেনা চেনা নীল জলে আবারো ভাসবো অনিচয়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।