আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা///ঘুমরাজ্যের সাথে যুদ্ধ যুদ্ধ খেলা

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

ওরা একসময় পিছু হটে... ওরা মানে ঘুমের দোসর আর ঘুম স্বয়ং জানি ওরা আবার ফিরে আসবে, ওরা ফিরে ফিরেই আসে, ওরা মরেনা ওরা সাময়িক ভয়ে দূরে সরে যায়; ওরা আমার সাথে খেলে বোধহয় লুকোচুরি, হয়তো খেলি সুযোগে দুর্যোগে আমিও। জানি এবং ওরাও জানে যতই যুদ্ধাংদেহী মন্ত্র মনে যোপী আমি সেই শান্ত, অশান্ত প্রেমীই, আমি খুনে সন্ত্রাসী নই। খুনী হলে তো কবেই ওদের মৃতদেহ পড়ে থাকত সাঁঝের আলোআধারি বেলাতেই সীমনা দুয়ারে আর আমি ঘুম রাজ্য বিজয়ী হয়ে একছত্র আধিপত্য বিস্তার করতাম- দিবস রাতি দুচোখ মেলে রেখে উত্তাল উচ্ছাসের প্রমত্তে দুষ্টু মৌতাতে মত্ত হতাম। এক সময় ভুলে যেতাম সব যুদ্ধ খেলা দেহের মাঝে দেহের নামতো পতন বেলা। কিন্তু কই আজও ঘুমাই গভীর নিশিতে, সীমানা দুয়ার পেরিয়ে তখন চুরি করে ওরা ঢুকে পরে ফাঁকি দিয়ে আমার দৃষ্টি সীমানায়। ওরা হয়তো ভাবে আমি ঠাওর করিনা, ওরা ভুল ভাবে। ভাবুক ; ওতেই ভীষন স্বপ্ন মজা। মায়া , এ হলো ওদের প্রতি আজন্ম মায়া, সেই কবে থেকেই তো ওরা আসে, ওরা হেরে যায়, আবার আসে, কখনও আমি আগমন অবুঝ হই, ওরা থেকে যায়, আমি নিরবে বিশ্রাম নেই। সে সময়টুকুতে ওরা আমার সীমনায় মুক্ত বিচরণ করে, আমি মেনে নেই, আমি সয়ে যাই.... তবুও ভয় দর্শী মনে ভয় ঢোকে, ভয় হয় ...ভয় হয়.. ঐ সুযোগে খোলা দুয়ার দিয়ে চলে আসে যদি কোন আততায়ী সেই 25 শে মার্চের অপারেশন সার্চলাইটে পাকি কুকুরদলের মতো বেনিয়া স্বভাবে, অগোচরে ঢুকে পরে আমার শান্তির স্বল্প আর সাদামাটা সীমানায়... আর সরল ঘুম আর ঘুমের দোসররা মরে যায় তাদের বেয়োনেটের গুতোয়... তখন যে আমাকে অশান্ত , শান্তি প্রেমীই হতে হবে, আমি যে বড় ভালবাসি ঘুমরাজ্যের সাথে যুদ্ধ যুদ্ধ খেলা। 27/3/07


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।