আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টার্নেট বেজড প্রিপেইড ইলেক্ট্রিক মিটারিং সিস্টেম

মন্তব্য করলে খুব খুশী হই, সময় পেলেই সবার মন্তব্যের জবাব দেব ।

ক'দিন আগে শুনলাম ইলেক্ট্রিক লাইনের মধ্যে দিয়ে ইন্টার্নেট ডাটা ট্রানসমিশনের প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে । এই প্রযুক্তি ব্যাবহার করে আমরা প্রিপেইড ইলেক্ট্রিক মিটার চালু করতে পারবো । এই মিটারিং সিস্টেমের বৈশিষ্ট গুলো থাকবে - 1/ ইলেক্ট্রিক লাইনের মাধ্যমে ডাটা ট্রানসমিশনের ব্যাবস্থা থাকবে । 2/ সেন্ট্রাল সার্ভারে সকল গ্রাহকের আলাদা আলাদা আইডেন্টিফাইড একাউন্ট থাকবে ।

3/ প্রতিটি গ্রাহকের পার্সোনেল কম্পিউটার বা টেলিফোনের মতো এন্ড ইউজার বা ডাটা ইউনিট থাকবে । যা সেন্ট্রাল সার্ভারের সাথে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করবে । 4/ মোবাইলের প্রিপেইড কার্ড বা ব্যালেনস ট্রানসফারের মতো বিল পেমেন্ট সিস্টেম থাকবে যা মোবাইলের মতো সেন্ট্রাল সার্ভার দ্্বারা নিয়ন্ত্রিত হবে । 5/ এন্ড ইউজার ডাটা ইউনিটের সাথে একটা সুইচ সঙযুক্ত থাকবে যা মোবাইলের মতোই প্রিপেইইড বিল পেমেন্ট সাপেক্ষে সেন্ট্রাল সাভর্ার থেকে কানেকশান অন অফ করা যাবে । 6/ গ্রাহক ঐ ডাটা ইউনিটে বা মিটারে কোন ধরনের কারচুপি বা টেম্পারিং করলে তা সার্ভার থেকেই সনাক্ত করা যাবে ।

7/....................................................................................................................................................... 8/........................................................................................................................................................ ইত্যাদি ইত্যাদি । দয়া করে আপনারাও ক'টা যোগ করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।