আমাদের কথা খুঁজে নিন

   

জয় হোক বাংলাদেশ ক্রিকেট টীমের, জয় হোক নিষ্ঠার

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

বাংলাদেশের নেট রান রেট হিসেব ( দুই ম্যাচে) বাংলাদেশ ভারতের সাথে করেছে 48.3 ( মানে 48.5, শতক সিস্টেমে) ওভারে192 আর শ্রীলংকার সাথে অল আউট হয়েছে 37 ওভারে 112 রান করে ( উল্লেখ্য যে নেট রান রেট হিসেবে অল আউট হলে যত ওভারে খেলা তত ওবার দিয়ে ভাগ করতে হয়, আর শ্রীলংকার সাথে খেলাটিতে বৃষ্টির কারনে খেলার চার াভার কমানোতে খেলার পূর্ণ ওভার ধরা হবে 46) আবার বাংলাদেশের বিপক্ষে ভারত করেছে 49.3 ওভারে 191 রান ( অল আউট হবার কারনে ধরা হবে 50 ওভার) আর শ্রীলংকা করেছে 318 রান 50 ওভারে , বৃষ্টির কারনে ডিএল সিস্টেমে ধরা হয়েছে 310রান 46 ওভারে। সুতরাং বাংলাদেশের নেট রান রেট = (192+112)/(48.5+46) - (191 + 310)/ (50+46) = 3.2169-5.2187 = -2.002 ওদিকে ভারতের নেট রান রেট তিন ম্যাচে + 1.206। দুই ম্যাচে বারমুডার রান রেট -5.00 তার মানে সবচেয়ে খারাপ ঘটনা বাংলাদেশের ভাগ্যে যদি কোন কারনে ঘটেই যায় ( যা আমারা মোটেও আশা করতে পারিনা) তাহলে পয়েন্টে বাংলাদেশ , ভারত এবং বারমুডা সমান মানে 2 করে করে থাকবে। তখন তিনদেশের নেট রান রেট দেখা হবে। হারলে বাংলাদেশের নেট রেট আরও কমবে।

আর বারমুডার নেট রেট 1 এ পেঁৗছতেও বাংলাদেশকে তাদের হারাতে হবে 400 রানের বেশী তফাতে। সে ক্ষেত্রে সতেজ হাসি হাসবে কেবল মাত্র ভারতই। . ভারতের জয়ের সাথে কোটি কোটি টাকা র সম্পর্ক জড়িত আমরা সবাই বুঝি , জানি। সেখানে একটা ভয় থেকেই যায়। আন্ডার ওয়ার্ল্ডের প্রভাবের কথা আরও স্পষ্ট এখন পাকিস্তানী কোচের গলাটিপে ধরে খুনের কারনে।

সকালে কৌশিক দার পোষ্টে সে আশংকা আরও ভয় জাগিয়েছে। বাংলাদেশের জয় আমাদের 15 কোটি মানুষের স্বপ্নের সফলতা, আমাদের মুখের নির্ভেজাল, দূর্ণীতি আর জলপাই প্রভাব মুক্ত হাসি। সোনার ছেলেরা যারে মাঠে নামবে সেটা নিশ্চয় তারা ভালই জানে। বারমুডার জয় তাদেরনিজেদের জন্যে কোন মানেই বয়ে আনবে না। ( যদিও বিশ্বকাপে 1ম জয় টা তাদের জন্যে অনেক কিছুই)..... বারমুডা তাই নিপাত যাক ।

জয়ী হোক বাংলাদেশ। জয়ী হোক সততা আর নিষ্টাময় খেলা। আর নিপাত যাক খেলার মাঝে টাকা আর ক্ষমতার অপপ্রভাব।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।