আমাদের কথা খুঁজে নিন

   

রিজাইন লেটার !!!

.... !!!

1. (সটকাট কিন্তু ফরমাল না) মাই ডিয়ার বস, আজ থেকে আমি আর আপনার চাকুরী করবো না । ধন্যবাদ কুদ্দুস আলী ------------------------------------- 2. একটু ফরমাল লেটার ডিয়ার বস, গত 2 মাস আগেই আপনাকে আমি অবগত করেছিলাম যে আমার পক্ষে আর এ চাকুরী করা সম্ভব নয় । তাই আমার রিজাইন লেটার টা আপনাকে পাঠালাম, আর এটাই হচ্ছে আমার রিজাইন লেটার । আপনার কম্পানির উন্নতি কামনা করছি । ধন্যবাদ সুন্দর আলী -------------------------------------- 3. ফরমাল রিজাইন লেটার ডিয়ার বস, আপনী কি জানেন কেন আমি রিজাইন দিতে চাচ্ছি ? যত দিন ধরে আপনার কম্পানিতে আমি কাজ করছি, তখন থেকে আমি ঠিকমতো blogging করতে পারছি না...আমি blogging করতে পারছি না বলে আমার পাঠকরা আমাকে ইগনোর করে... তাই আমার পাঠকরা আমার লেখা নিয়মিত পড়ে না... আমার পাঠরা নিয়মিত না পড়ার কারনে আমার blog এর হিট সংখ্যা কমে যাচ্ছে ...এতে আমি সুখি না...যখন আমি কোন কিছুতে সুখি না পরিমানে একটু বেশী খাই... যখন আমি বেশী খাই, ধীরে ধীরে আমি মোটা হয়ে যাই...আমি মোটা হবার কারনে আপনার কম্পানির সুনাম নষ্টে হবে...আপনার কম্পানির সুনাম যখন নষ্ট হবে তখন আপনার ব্যবসা ভালো যাবে না...আপনার ব্যবসা যখন ভালো যাবে না তখন আপনি আমার মতো সুখি হবেন না...আর সুখি না হলে আপনি ও আমার মতো বেশী খাবেন... যখন আপনি বেশী খাবেন তখন আমার মতো আপনি ও মোটা হয়ে যাবেন... দেখুন বস, এটা সম্পূর্ন একটা vicious cycle...আমি যা করি তা আপনার ভালোর জন্যই করি...কারন আপনি আমার বস । তাই আমি সিদ্্বান্ত নিয়েছি যে, রিজাইন করবো...plz let me go lah... ভালো থাকবেন । ধন্যবাদ শুককুর আলী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।