‘বার্সার হয়ে মেসি যেমন খেলেন, আর্জেন্টিনার হয়ে কেন তেমন খেলেন না?’ একসময়ের বহুল উচ্চারিত প্রশ্নটা আপাতত থিতিয়ে গেছে। আকাশি-সাদা জার্সিতে দুর্দান্ত খেলেই মেসি সেই প্রশ্নটি সিন্দুকবন্দী করে ফেলেছেন। তবে প্রশ্নটি আবার টেনে বের করে আনলেন ভেনেসা সাবেলা, আর্জেন্টিনার কোচ আলেজান্দ্রো সাবেলার মেয়ে। আর্জেন্টিনা বিশ্বকাপের টিকিট পাওয়ার পর ‘রেডিও লা প্লাতা’য় বাবা ও তাঁর দলকে অভিনন্দন জানাতে এসে এমন মন্তব্য করেছেন ভেনেসা। ওই সাক্ষাত্কারে পরোক্ষে জাতীয় দলে মেসির আত্মনিবেদন নিয়ে প্রশ্ন তুলে ভেনেসা বলেছেন, দলের অধিনায়কের চেয়ে কখনো কখনো অ্যাঙ্গেল ডি মারিয়াই বেশি পরিশ্রম করে খেলেন!
মেসিকে এই সময়ের এক নম্বর খেলোয়াড় মানতে কোনো দ্বিধা নেই ভেনেসার। তবে মেসি ম্যারাডোনার ধারে-কাছে নেই বলেও অভিমত তাঁর। শুধু তা-ই নয়, কিছুদিন আগে মেসিকে ‘চোকার’ও বলেছিলেন ভেনেসা। দাবি করেছিলেন, জাতীয় দলের হয়ে খেলার চাপ মেসি নিতে পারেন না। সেই চাপেই ভেঙে পড়েন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।