আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে জনৈক ভারতীয়দের হার স্বীকার

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

প্রাথমিক অবস্থায় তারা বাংলার নাম উচ্চারণ করতেও দ্্বিধা বোধ করে । কিন্তু ভারতে হারাবার পরে তারা ভিন্ন চোখে দেখছে । একজন আমাকে বলল তামিম এর কথা, আরেক জন্য বল্ল রফিকের কথা । বাঙ্গালীদের প্রায় সবাই নাকি তরুণ আর মার পিটে খেলোয়াড় । ব্যাপারটা শুনে আমার হাসিই আসল ।

আরও মজার ব্যাপার হল একজন বলল বাংলাদেশ বদলে গেছে, শ্রীলংকা নাকি বাংলার কাছে ভাজ পাবে না । আমি বললাম, 'বাংলাদেশ' । ঐ তো একই । জবাবে ঠিক আছে বললাম । আরও মনে মনে হাসছি প্রাণ ফাটিয়েঁ ।

গতকালও যারা বাংলাদেশকে হাতে গণায় ধরত না । তারা বাংলাদেশকে কি সমীহ করা শুরু করেছে যে, খেলোয়াড়দের নাম মুখস্ত করতে বসে গেছে । বাংলাদেশ শ্রীলংকা থেকে আরও বেশী শক্তিশালী । আমি এরকম পরিবতর্নে হাসতে হাসতে দিন পার করেছি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।