আমাদের কথা খুঁজে নিন

   

দিনকাল -1

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।

আমেরিকা প্রবাসী মামা বলেছিল-ভাগ্নে আমেরিকায় 3টা জিনিসের কোন ঠিক নাই। লাইল, ওয়াইফ, জব"। পরে শুনেছিলাম ইউরোপে ও নাকি 3টা w এর কোন ঠিক নাই। ওয়াইফ এর কোন ঠিক নাই সেইটা ওদের দেখে বুঝতে পারছি।

আর ওয়েদার যে এতো খাইসটা । গতসপ্তাহের তাপমাত্রা দেখে নিজের ও ছোট বোনের মাইন্টেন বাইকগুলোকে পরিষ্কার করেছিলাম। ভাইয়া শুনে হেসে বলে কাল থেকে আবার স্নো পড়বে। সকালে দেখি সত্যি সত্যি স্নো । ।

মেজাজটাই গেলো খারাপ হয়ে। কোথায় সামারে একটু শর্টস পরে অফিস করবো। এখন আবার বস্তা পরতে হবে। পেট ব্যথার জন্য ডাক্তারের কাছে গিয়ে বিরাট টেষ্ট রিপোর্ট নিয়ে বলে তোমার পেটে তো ব্যাকটেরিয়া ইনফেকশন। গত এক বছর ধরে ডাক্তারের কাছে যাবো যাবো করে ও যাওয়া হয় না।

অনেকগুলো এন্টিবায়োটিক ধরিয়ে দিলো। ঔষধগুলো খুব বেশি পাওয়ারফুল। সারাক্ষন মুখ তিতা থাকে। পকেট ভর্তিমিমি চকলেট। সব সময় চিবুচ্ছি।

কিন্তু কাজ হয় না। মায়ের ও ডায়েবেটিসের লক্ষন। সারাক্ষন ঘরে বসে থাকলে যা হয়। অফিসে বসে বসে ব্লগিং গত 2/3 দিন ধরে। সামনে হাজার পৃষ্টা ডকুমেন্ট।

পড়তে ভালো লাগতেছে না। সাবষ্টেশন টোমেসনের প্রটোকল ডিজাইন ও ডেভেলোপ করতে হবে । এতো বড়ো কোম্পানিতে মাত্র 2জন এ বিষয়ে জানে। ওরা এতো ব্যস্ত যে কথা বলার সময় নেই। আগামী সপ্তাহ থেকে দৌড়ের উপর।

এপ্রিলে টানা 4দিন ছুটি পাবো। ভাবছি ফ্রানেস একটা ট্যুর দিবো। ভালো ট্যুর অপারেটর পাচ্ছি না। শালারা যে দাম অফার করে তাতে ফকির হয়ে যাবো। বাংলাদেশে ম্যাচ নিয়ে টেনশনে আছি।

অফিসে দেখার কোন সুযোগ নেই। সার্ভার থেকে স্ট্রিমিং পেইজ লক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।