আমাদের কথা খুঁজে নিন

   

জাবিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার দাবিতে ‘সাধারন শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা। ‘চলমান বিশ্ববিদ্যালয় চাই" এ স্লোগানকে ধারণ করে আজ দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে গণিত বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী সোলায়মান ইসলাম মুন্না বলেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবন শিক্ষক রাজনীতির কারণে ধ্বংস হতে পারেনা। উপাচার্যের বিরুদ্ধে তদন্ত শেষ হলে এবং আন্দোলকারী শিক্ষকদের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বেধে দেওয়া সময় পার হলে আবার বিশ্ববিদ্যালয় অচল হতে পারে। তাই আমরা যেকোন পরিস্থিতিতে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়কে সচল রাখার দাবিতে আন্দোলনে নেমেছি।
 
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়কে সচল রাখার দাবিতে আগামীকাল গণ-স্বাক্ষর কর্মসূচি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারক লিপি দেওয়ার হবে বলে জানানো হয়। মানববন্ধনে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।
 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.