আমাদের কথা খুঁজে নিন

   

বাঘ সিংহের গপ্পো

সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

বাঘ প্যান্ট পরতে পরতে বললো, "কেঁদে কী লাভ? একটু ব্যথা তো করবেই। " সিংহ মাটিতে মুখ গুঁজে কাঁদতে লাগলো। বাঘ বললো, "আহ, কাঁদে না। এই নাও। " পকেট থেকে এক কৌটা মলম বার করে দিলো সে সিংহকে।

"ভালো করে মাখো। আর ঐ যে সাদা সবুজ কমলা একটা পতাকা নিয়ে এসেছিলে, ওটা দিয়ে ভালো করে চোখটা মোছো। " সিংহ কিছু বললো না। বাঘ এক গাল হেসে বললো, "আরে এ তো সবে শুরু। সামনে তো তোমারই মাসতুতো ভাই খেলতে নামছে।

সমস্তটা মলম নিজেই মেখে ফেলো না, আদ্ধেকটা ওকেও দিও। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।