আমাদের কথা খুঁজে নিন

   

তথ্য জিজ্ঞাসা-আইটি



# আমার মনিটর একটি সিপিউ দুটি। লিনাক্স ইন্সটল করার পর নতুন মনিটর নিয়েছি। মনিটর প্লাগইন দেয়ার পর ডিসপ্লে শো করতেছে না । এর কারন কি? উইন্ডোজ ঠিকমত দেখাচ্ছে কিন্তু লিনাক্সের বেলায় শো ঠিকমত দেখায় না? উত্তর: এর কারন হচ্ছে লিনাক্স ইনস্টল হওয়ার সময় পিসির প্রত্যেকটা হার্ডওয়্যার কনফিগারেশন করে নেয়। আপনার মনিটার কনফিগারেশন করা হয় নি বিধায় এই সমস্যা সম্মুখীন হয়েছেন।

আপনি লিনাক্স আনইস্টল করে আবার ইন্সটল করে নিন দেখবেন সব ঠিক হয়ে গেছে। #আমি লিনক্স ও উইন্ডোজ মোডে নেটওয়ার্ক কনফিগারেশন (যেমন ডিএনএস, এনএফএস) করতে চেয়ে ছিলাম। কিন্তু এখন কোন ডিসপ্লে শো করছেনা। সিপিউ-র ভেতরে বিপ বিপ শব্দ হয়। এর কারন কি? উত্তর: আপনার প্রসেসর নষ্ঠ হয়ে গেছে।

কারন লিনাক্স মোডে কনফিগারেশন করতে গেলে এবং সেই সাথে ইউন্ডোজ মোডে চেঞ্জ করলে আপনার পিসি সেটা সাপোর্ট করবেনা। এজন্য আপনাকে একটা মোডে কনফিগারেশন করতে হবে। হয় উইন্ডো নতুবা লিনাক্স। উভয়টা চালাতে গেলে প্রসেসর অথবা র্যাম অথবা অন্য কোন ডিভাইসে সমস্যা দেখা দিতে পারে। # আমার পিসিতে মনিটরে কোন ডিসপ্লে শো করছে না এর কারন কি? উত্তর: আপনার পিসিতে কোন কানেকশন লোজ থাকতে পারে।

সেটা ঠিক করে নিন। প্রথমে দেখে নিন পাওয়ার সাপ্লাই ঠিকমত পাওয়ার আসতেছে কিনা। যদি আসে তাহলে ধরে নিন আপনার ক্যাবলে কোন লোজ আছে। সেটা ছেড়ে নিন। আর যদি সিপিউর ভিতরে কোন বিপ বিপ শব্দ শোনা যায় তাহলে ধরে নিন কোন ডিভাইসে সমস্যা আছে।

যেমন র্যাম, প্রসেসার ইত্যাদি। তখন নতুন র্যাম বসিয়ে চেক করে নিন। # আমার কম্পিউটারে সাউন্ড আসে না। অথচ্ কম্পিউটারে ডিভাইসে সাউন্ডের সব অপশনগুলো ঠিকমত দেখাচ্ছে এমনকি আমার স্পিকারেও আওয়াজ হয়। কিন্তু শব্দ শুনা যায় না।

এর কারন কি? উত্তর: আপনার সাউন্ড কার্ডটি মনে হয় ঠিকমত ডিটেক্ট করতে পারছে না। হয়তো লোজ আছে। সাউন্ড কার্ডটি উঠিয়ে আবার বসিয়ে কম্পিউটার স্টার্ট দিন। # আমি লিনাক্সে কিছু অ্যাপ্লিকেশন যোগ বা মুছে দিতে চাই। কিভাবে করব? উত্তর: আপনি লিনাক্সে গ্রাফিক্স মোডে গিয়ে লিনাক্সের প্রথম সিডিটি ঢুকিয়ে মাউন্ট করে নিন।

তারপর অটোমেটিক ভাবে আপনাকে Add/Remove অপশন দেখাবে অথবা আপনি Add/Remove অপশন গিয়ে সিলেক্ট করে ওকে দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.