আমাদের কথা খুঁজে নিন

   

রকিং চেয়ার!

[রং=রহফরমড়]ভাবনার ডানা মেলে উড়ছি আমি [গাঢ়]আনাড়ি[/গাঢ়][/রং]

[গাঢ়]এক...[/গাঢ়] একবার বিটিভিতে একটা ভৌতিক নাটক দেখছিলাম। ভূত চরিত্রটি একটা রকিং চেয়ারে বসে একটা লোকের সাথে কথা বলছিল। ভূত যেহেতু দেখা যায় না তাই চেয়ারটি খালি ছিল, কিন্তু চেয়ারটি দুলছিল আবার ভূত চলে গেলেই চেয়ারের দুলুনি একদম বন্ধ। যার ফলে ঐ রকিং চেয়ার জিনিসটা নিয়ে মনে একটা ভীতিকর ধারণা ঢুকে গিয়েছিল যা আমি কখনোই কাটানোর চেস্টা করিনি কারণ ব্যাপারটা মোটামুটি ভুলেই গিয়েছিলাম। যদিও ইদানিং নাটক সিনেমায় দেখি নায়িকারা ঐ জিনিসে বসে দুলছে-প্রেমিকের কথা চিন্তা করে, সদ্য ছ্যাকা খেয়ে বা পাগল হয়ে গিয়ে (ভুল হওয়ার সম্ভাবনা 50%)।

আরো দেখেছি কিম্ভুতকিমাকার কোন সিরিয়াল কাউকে মারার জন্য তার ঘরে গিয়ে রকিং চেয়ারে বসে দুলছে আর শিকারের জন্য অপেক্ষা করছে। ভাল কোন কিছুই বলা হলনা। না জানলে কেমনে বলব? [গাঢ়]দুই...[/গাঢ়] আমার বড় দুলাভাই তার কুমিল্লার ক্লিনিকের জন্য আসবাবপত্র কিনতে গিয়েছিলেন। সঙ্গে আমি আবালটাও ছিলাম। ঘুরে ফিরে দেখার সময় সেই রকিং চেয়ারের সামনে পরে গেলাম।

মুহূর্তেই মনে পড়ে গেল ভূতুরে দুলুনির কথা। ভাইয়া ঐ বস্তুটিও একখান কিনলেন তার দুই পুত্রের অনেকদিনের শখ পূরনের জন্য। কিন্তু আমার সমস্যার সমাধান হয়েও আবার হলনা। মানে ওটা দেখে ভূতুরে দুলুনির কথা আর মনে আসেনা, কিন্তু চেয়ারে বসলেই আমার মনে হয় এখন আমি পেছন দিকে গড়িয়ে পড়ে যাব। এই সমস্যার সমাধান আমি কোথায় পাব?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।