আমাদের কথা খুঁজে নিন

   

দোহারের গান: বন্ধু তোর লাইগা রে..

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

কবে থেকে শুনি মনে নেই। এমনিতে গান শুনতাম প্রচুর, সেই ছোট বয়েস থেকেই, ভার্সিটিতে উঠে হুট করে বিচিত্র সব গানের নেশা পেয়ে বসলো। খুঁজে খুঁজে শুনতে লাগলাম অসাধারণ সব বাংলা গান। মহীনের ঘোড়াগুলো, ভূমি, চনদ্্রবিন্দু, শিলাজিৎ, ক্যাকটাস, ফসিলস.. দূরন্ত সব গান! গানের পরিচিত দেয়ালের বাইরে উঁকি দেয়ার আনন্দে মশগুল হয়ে গেলাম তখন থেকে। চলছে এখনো। দোহারের গানে মাটি মাটি গন্ধ আছে একটা। ভালো করে কান পাতলে ঠিক যেন কোথাও একতারার শব্দ শুনতে পাওয়া যাবে, সেই সাথে ধান ক্ষেতের আইল ধরে হাঁটতে হাঁটতে মিঠে বাতাসের স্বাদ। অপূর্ব। আমার খুব পছন্দের একটা গান তুলে দিলাম [link|http://www.esnips.com/doc/e155d5f2-eb3d-4d3a-a068-2b7ec251b053/Bondhu-Tor-Laiga-re|GLv

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।